গর্ভবতী মায়ের উপদেশাবলী

গর্ভবতী মায়ের উপদেশাবলী ও তিনটি পুষ্টিগুন ও যত্ন

কান বা নাক খোঁচাবেন না।

 

■ কানে যেন পানি না যায়।

 

■ নদী বা পুকুরে ডুব দিয়ে গোসল করবেন না।

 

■ বৃষ্টিতে ভিজবেন না।

 

■ ঠান্ডা লাগাবেন না।

 

■ ঠান্ডা খাবেন না।

 

■ নাক চেপে কানে বাতাস দেবেন না।

 

■ দুই নাক এক সাথে ঝাড়বেন না।

 

তুলা অলিভয়েল তেলে ভিজিয়ে তুলা চিপড়ে কানে দিয়ে গোসল।

 

■ হাঁচি বা কাশি দিতে হলে মুখ হা করে হাঁচি বা কাশি দিবেন।

 

• জোড়ে নাক ঝাড়বেন না।

 

শক্ত খাবার জিনিস দাঁতে চিবুবেন না।

ঝাল, শক্ত,গরম খাবার নিষেধ-স্বাভাবিক তাপমাত্রায় খাবার। খাবেন

গভবর্তী মায়ের প্রধান ৩টি পুষ্টিসেবা ও যত্ন

 

* দিনে মূল খাবার ৩ বার এবং ২ বার ১০ নাস্তায় স্বাভাবিকের চেয়ে একটু বেশী পুষ্টিকর খাবার খেতে দিন।

 

* রাতে ৬-৮ ঘণ্টা ঘুম, দিনে কমপক্ষে ২ ঘন্টা বিশ্রাম নিতে হবে এবং ভারী কাজ থেকে বিরত থাকতে হবে।

 

* গর্ভাবস্থায় রক্তস্বল্পতা দূর করার জন্য প্রতিদিন একটি আয়রন বড়ি খেতে


Salma Akter

105 Blog posts

Comments