রক্তদানের উপকারিতা

অনেকে ভয় পাই রক্ত দিলে রক্তে কমে যায় কিন্তু আমাদের উচিত তাদের বুঝানো রক্ত দিলে রক্ত কমে না বরং ভালো থাকে শরীর।

  • * হৃদপিন্ড সবল হয়।

* ক্যান্সার ঝুকি কমে যায়।

 

* রক্তে কোলস্টরেল কমে যায়।

 

* রক্তে লাল কণিকা সবল হয়।

 

* ওজন নিয়ন্ত্রণে সাহায্য হয়।

 

* রক্তের বিভিন্ন কণিকা গুলো সতেজ হয়।

 

* নতুন নতুন রক্ত কণিকা তৈরি হয়।

 

* রক্ত দাতার কোন সংক্রামণ রোগের ব্যাপারে আগাম জানতে পারে।

 

* Hemochromatosis রক্ত রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে।

 

* রক্ত দাতার শরীরকে উজ্জীবিত করে।

 

* নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় শরীরে বড় কোনো রোগ আছে কিনা। যেমন: হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি। রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত সওয়াবের বা পূণ্যের কাজ।


Salma Akter

233 Blog posts

Comments