কালবৈশাখী

কালবৈশাখী ঝড় প্রাকৃতিক ঝড় কতশত মানুষ ঘরবাড়ি হারা হয়।

বনের ভেতর মগ ডালে বসে আমি একা  হঠাৎ করে আকাশ দেখি কালো মেঘে ঢাকা গুড়ুম গুড়ুম ডাকছে আকাশ মনে অনেক ভয় হঠাৎ করে ছুটছে মানুষ গরু-ছাগল নয়। ওড়েছে অনেক ঘরবাড়ি আর ওড়ছে অনেক গাছ হঠাৎ করে মরছে মানুষ লাগছে গলায় ফাস কালবৈশাখী ঝড়ে এমন অনেক গ্রাম ফাকা হঠাৎ দেখী গ্রামগুলো আর্বজনায় ঢাকা কাদছে মানুষ দেখছে সবাই বলছে না আর কেউ  হঠাৎ করে মরছে যারা তোমাদের কি কেউ, কি কেউ কলিবৈশাখীর ঝড়ে, 

এমন কত কি ঘটে গাছ উপড়ে পড়ে মানুষের ঘরে ঘরে গরু ছাগল সব তলিয়ে নেই বাতাসের বেগে বেগে।

হাঁস মুরগী তো গরু ছাগলের কাছে তুচ্ছ মনে হয় কালবৈশাখী কি তাদের কে আর বাঁচিয়ে রাখে।

কত মানুষের হাহাকার আর আহাজানি এ ঝড়ে।

সব বুঝি আল্লাহ খেলা ধৈর্য পরিক্ষার আমরা কি আর এতো ধৈর্য ধারন করতে পারি এতো ঝড়ের মুখোমুখি 

কত আত্মীয়স্বজন হারা হয়। কত মা সন্তান হারায় কত সন্তান বাবা মা  হারায় কত মানুষ সঙ্গী হারায়

কালবৈশাখী মানে হারানোর সুর বাজে হৃদয়ের কোনে।

এই তো সেদিন ফেনি নোয়াখালী কুমিল্লা তলিয়ে গেলো পানিতে এটাও একটা ধৈর্য। 

আল্লাহ সবাইকে ধৈর্য ধারন করার ক্ষমতা দান করো আমিন।


Salma Akter

109 Blog posts

Comments