মৃত্যু এমন একটি শব্দ যা ধনি গরিব ভেদাভেদ করবে না
যখন ইচ্ছে আল্লাহর হুকুম মেনে চলে আসবে
আটকানোর ক্ষমতা কারো নেই কোনো।কোটি পতি লক্ষ পতির ও নেই,তাই আমরা মৃত্যু নিয়ে চিন্তা করবো না চিন্তা করবো আখিরাত ও হাশর মিজান পুলসিরাত নিয়ে
মৃত্যু নিয়ে আমরা কোনো দুশ্চিতায় করবো না।
আমার মৃত দেহের কি হবে তা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাই বোনেরা যথাযথ সব করনীয় পালন করবে।
তারা আমাকে পরিপূর্ণ গোসল করাবে।
তারপর কাফনের কাপড় পরিধান করাবে। আমাকে আমার বাসগৃহ থেকে বের করে আমাকে খাটিয়া শোয়াবে।
তারপর খাটিয়া নিয়ে সবাই কালেমা পড়ে রওনা হবে আমার আসল নিজ ঠিকানায়। আমার জন্য খুরা কবরের দিক,,।
আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগোল বাজবে।
কেউ কেউ কথোপকথন করবে আমি ভালো ছিলাম।
আবার কেউ বা বলবে খারাপ ছিলাম।
কেউ আবার আমাকে দাফন করার পর সূচিপত্র নিয়ে সমাবেশ বসাবে।
আমরা তো নিশ্চিত আমরা পৃথিবীতে চিরস্থায়ী না।
তাহলে মৃত্যুর কথা ভেবে কি হবে আমাদের তো ভাবতে হবে মৃত্যুর পর্ববর্তী জীবন নিয়ে আমাদের সঠিক আমল নামা নিয়ে।
আমরা কি নিয়ে কবরের ঘরের যাচ্ছি আমাদের আমল আমাদের জন্য সাক্ষী দিবে কি?
আমরা জানি আমাদের মৃত্যুতে আমাদের কোনো কিছুই বন্ধ হয় না সাময়িকের জন্য বন্ধ থাকে কিন্তু আবার তা যথাক্রমে চলতে থাকে তাহলে কিসের ভাবনায় পড়ে আছি পৃথিবীতে আল্লাহর ইবাদত ভূলে গিয়ে।
আমরা জানি মৃত্যুর যন্ত্রনা অনেক কঠিন
তাই আমাদের কোরআন তেলওয়াত নামাজ রোজা যাকাত হজ্জ সব কিছু নিয়ম মেনে চলতে হবে।
মৃত্যুর যন্ত্রনা বড়ই কঠিন কুরআন হাদিসে পাওয়া যায়
কোরআন শরীর তেলওয়াত করলে মৃত্যুর যন্ত্রনা থেকে বাঁচা যায়।
আমিন