আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাসিনার নামে যতো মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা হয়।

গত ৫ আগস্ট সাভারে নবম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়াম গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা হয়। সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থায় এ অভিযোগ দায়ের করেন।

একই দিন মিরপুরে কলেজছাত্র ফয়জুল ইসলাম রাজন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এছাড়াও, বৃহস্পতিবার গণমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় শাহাবুদ্দিন নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


Abu Hasan Bappi

414 Blog posts

Comments