রজব মাস,

রজব মাস নিয়ে কথা উম্মে সালমা রাদিআল্লাহু আনহুর থেকে

উম্মে সালমা রাদিআল্লাহু আনহু বলেন,নবী হযরত মোহাম্মদ সাঃ রমজান মাস ছাড়া,,

সব চেয়ে বেশি রোজা পালন করতো শাবান মাসে অতপর রজব মাসে।

হযরত আয়েশা সিদ্দিকী বলেন,যখন রজব মাস আসতো তা আমরা হযরত মোহাম্মদ সাঃ য়ের আমলের আধ্যিক্য দেখে বুঝতে পারতাম।

আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়।

হযরত মোহাম্মদ সাঃ রজব মাসে ১০ টি রোজা রাখতেন 

 

রজব হলো  আল্লাহর মাস,

রজব মাস নবীজীর আর রজমান মাস আমাদের। 

যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা ক্ষেত চাষ করলো না,

এবং শাবান মাসে ইবাদতের মাধ্যমে ক্ষেতের আগাছা পরিষ্কার করলো না,

সে জেনো রজমান মাসে ইবাদতের ফসল তুলতে পারলো না।

আমরা সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতে পারি।

তাহলে বুঝা গেলো রজব ও শাবান মাস আসে।আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে মনে করিয়ে দিতে।

আমিন।


Salma Akter

233 Blog posts

Comments