সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের ধাওয়ার পর আন্দোলনকারীরা নগরের আখালিয়া এলাকায় সড়কের একপাশে দাঁড়িয়ে বিক্ষাভ করেন। বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে তোলাছবি: প্রথম আলো
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দুই দিকেই পুলিশের অবস্থানের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটা থেকে পৌনে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।