এক মিনিট ধৈর্য নিয়ে পড়ুন

আল্লাহর এক বান্দা ছিলাম নামাজের সিজদায় গেলে আল্লাহ ডাক দিয়ে বলতো বান্দা তুই যতই নামাজ পড়িস না কেনো তোর ঠিকানা

আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিজদায় আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুই যতই নামাজ পড় তুই যতই সিজদা কর তোর ঠিকানা জাহান্নাম।

 

তো

 

অপূর্ণতার

 

এ কথাটি শুনে বান্দাটি বলতাছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে এই বান্দা জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয়। বান্দা বলে আল্লাহ জাহান্নামের ও মালিক তুমি! জান্নাতের ও মালিক তুমি! আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দাও আমার আপত্তি করার কোনো অধিকার নেই। 110K

 

আল্লাহ বলতাছে বান্দা জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি। তোর কষ্ট হবে! বান্দা বলে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না তোমার ও হবে। অ বলে তুই পুড়বি জাহান্নামে আমার কষ্ট হবে কেমনে। বান্দা বলে আল্লাহ মায়ের কোলের সন্তান যদি পানিতে পড়ে যায় তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাঙ্গাlike কোলে নেয়। আমার বিশ্বাস ঐ মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। আমাকে জাহান্নামে দিলে তুমি আল্লাহ শাস্তি পাবে না। আল্লাহ বলে বান্দা তুমি এই দলিল পাইলা কই? E

 

বান্দা বলে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম (আ:) তোমার প্রেমে  বুকে নিয়ে যখন নমরুদের চুলায় পড়ে গেলো তার আগেই তুমি বলে দিলে "কুলনা ইয়া নারুকুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম "।

 

আমার দিকে তাকিয়ে দেখো আমার কলিজা ভরে শুধু তুমি আছে..... আর অন্য কারোর জায়গা নাই। আল্লাহ বলে বান্দা আমার প্রেমের ভত্তিন কেউ জাহান্নামে ও যায়। আমি জাহান্নাম কেউ জান্নাত বানিয়ে দিবো। সুবহানাল্লাহ।

https://youtube.com/shorts/b77srkvkGpE?si=e7PBJzBt0A7yQiPD


Salma Akter

233 Blog posts

Comments