আমার বাংলাদেশ

আমার অহংকার আমার দেশ আমার বাংলাদেশ
শতকোটি মানুষের মাঝে আমার বাংলাদেশ

সবুজ প্রকৃতিময় ঘেরা আমার সোনার বাংলাদেশ 

এক কালে ছিলো।

স্বাধীন করে আনা হয়ে ছিলো পাকিস্তানী বাহিনীর হাত থেকে আমাদের সোনার বাংলাদেশ কে।

আজ কোথায় সে সোনার বাংলাদেশ হিংস্রতায় ভরে উঠেছে

আমার বাংলাদেশ 

যেখানে সেখানে মানুষকে ধরে মারধর রাহাজানি 

ধর্ষন, 

মিথ্যা ভোয়া ডক্টরের জন্য সাধারণ মানুষের প্রান যাচ্ছে বিষক্রিয়ায়।

একটা এবনরলাম মানুষকের খাবার খাইয়ে মেরে ফেলা হয় আমার সোনার বাংলাদেশে।

স্বাধীনতা চাওয়াতে হাজারো মুগ্ধকে মৃত্যুর পথ যাত্রী হতে হয়েছে

এ কেমন সোনার বাংলা

দেশ নেতৃত্ব নেত্রী তাড়াইলাম সোনার বাংলা গর্ববলে

আজ আমাদের এ কেমন সোনার বাংলা দেখছি আমরা, 

সুদখোর আর ঘোষ খোরে ভরে গেছে দেশ।

রাস্তায় রাস্তায় জ্যাম আর আন্দোলনে ভরপুর দেশ,

শ্রমিকরা পাচ্ছে না বেতন শুরু হচ্ছে আন্দোলন নিরীহ বাঙ্গালী হচ্ছে অত্যাচার পাপিষ্ঠরা হা হা হা দিচ্ছে দেখছে ওরা চেয়ে চেয়ে মার খাওয়ার কথা কার মার খাচ্ছে কে।

সোনার বাংলা চাওয়া টাই কি ভূল 

কই  একাত্তরের সময় তো এমন হয়নি স্বাধীনতা তাহল আজ কেনো এমন হলো নতুন করে চাওয়া আমাদের বাংলাদেশের স্বাধীনতা?????


Salma Akter

123 Blog posts

Comments