গৌতম বুদ্ধ কি আল্লাহর প্রেরিত রাসুল। পবিত্র কুরআনে উনার নামে বিশেষ কী তথ্য রয়েছে। আমাদের প্রত্যেকেরই জানা উচিত আমাদের প্রতিবেশী দেশ মায়নমার, শক্তিশালী দেশ চীন, অর্থবা থাইল্যান্ড এর প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম এবং এ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বৌদ্ধর সমম্পর্কে কুরআন হাদিসে কী কোনো তথ্য লুকিয়ে আছে বা এধর্মটির সৃষ্টির কারণ নিয়ে কুরআন হাদিস থেকে কোনো তথ্য পাওয়া যায় নাকি তা আমাদের সকলের জানা উচিত। ইতিহাস থেকে জানা যায় হযরত ঈসা আঃ পৃথিবীতে আসার ও ৫৫৩ সালে পূর্বে প্রাচীন ভারতের কপিলাবসু রাজ্যের শুদ্ধোদন এর ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। যার নাম ছিল 'সিদ্ধার্থ। তার মাতার নাম মায়াদেবী।
মায়াদেবী নিজেও একজন যাজকুমারী ছিলেন মূলত তার স্বামীর রাজ্যে কপি লাবষ্ণু থেকে তার পিতার রাজ্যে
লোম্বীনি খুব বেশি দূরে ছিলো না। সেটা বর্তমানে নেপালে অনুগত সুম্বিনীর একটি স্থান। সিদ্ধার্তের জন্ম হয় তার নানার রাজ্যে। তার জন্মের সাত দিন পর তার মায়ের মৃত্যু হয়। পরে এই সিদ্ধাত নামের পুত্র সন্তানটি তার সৎ মা গৌতমী কর্তৃক লালিত পালিত হন। ধারনা করা হয় তার নামের গৌতম অংশটি তার বিমাতা নাম থেকেই এসেছে। আবার কারও কারও মতে এটি তার পারিবারিক নাম।
https://youtu.be/awhN5APyw6I?si=V5ovvyYz0RhwVw2V