গৌতম বৌদ্ধ পর্ব ২য়

গৌতম বৌদ্ধের কাহিনীকে ফেরাউনের ও কথা উল্লেখ আছে জোতিসি নিয়ে।

গৌতম বৌদ্ধের জন্মের পর রাজ দরবারে জোতিসীদের  আশ্চর্যজনক ভবিষ্যৎবানি করে ছিলেন ঠিক তেমনটা  যেমন টা  ফেরাউনের ক্ষেত্রে হয়ে ছিলো। তবে এ ভবিষ্যৎ বানীটা  ছিলো ভালো। জন্মের পাঁচদিনে রাজা ৮জনকে জ্ঞানী ব্যক্তিকে সদ্যজাত শিশুর নামকরণ ও ভবিষ্যৎ বলার জন্য ডাকেন। তার নাম দেওয়া হয় সিদ্ধাত • যার অর্থ হলো " সে সিদ্ধি লাভ করেন- বা যার উদ্দেশ্য সফল হয়েছে। তো তাদের মধ্যে একউন জোতিসী ৮ জন জোতিসী মাঝে একজন / জৌতিসী বলেন যে, এই শিশুটি ভবিষ্যতে একজন *রাজা* হবে। অর্থবা একজন সাধু সন্ত্রাসী হবে। এ রাজকুমার একদিন সত্যের সন্ধানে বেরিয়ে যাবে। কিন্তু সে যয়িই হোক না কেনো, তার মতো আর কেউ হবে না' সে এক জন আলাদা একজন এবং সারা বিশ্বে তার নাম

স্বরণীয় হয়ে থাকবে, 

তো প্রিয় দর্শক এবার আমরা মূল ইতিহাসের পাতায় যায় যে, এই সিদ্ধাত নামের ছেলেটি, গৌতম বৌদ্ধ হয়ে নৃথিবীতে কিভাবে নিজের আত্ম প্রকাশ করেছে অর্থবা তার দেওয়া শিক্ষা কি ছিলো অথবক এই সিদ্ধ্যাত বা গৌতম বৌদ্ধের শিক্ষাগুলো আসলে কী ছিলো যা তাকে পুরো এমিয্যতে অমর করে রেখেছিলো, তিনি ফি সাল্লাহর কোনো নষী ছিলেন যাকে ভারতবর্ষে প্রেরণ কর্য হয়েছিলো? এ বিষয়ে আলেমগন এর অভিমত কিং যেত। দর্শক যেহুতু পিতা বাজা মুহূধন তারা আদরের পুত্র সিদ্ধাতকে একজন সফল বাস হয়ার জন্য সব রকমভাবে গন্ধ গড়ে তুলে প্রসূত করে তুলছিলেন।

সিদ্ধাতের প্রপ্রাথমিক জীবন খুব আমারে ছিলো।

https://youtu.be/awhN5APyw6I?si=V5ovvyYz0RhwVw2V


Salma Akter

233 Blog posts

Comments