শশুর বাড়ি

কেউ বলে শশুর বাড়ি মধুর হাড়ি আবার কেউ বলে শশুর বাড়ি গলার রশি আপনার কোনটা?

বিয়ের পর বাপেুর বাড়ি পর হয়ে নাকি শশুর বাড়ি আপন হয়।

আমার মতে কয়টা মেয়ের শশুর বাড়ি আপন হয়েছে।

কয়জন সুখে আপন বাড়ি পাই বাপের বাড়ি ছেড়ে।

আমি মীম

আমার বিয়ের সাড়ে চার বছর অতিবাহিত হতে যাচ্ছে। 

কিন্তু শশুর বাড়ি হাতে গুনা ৪/৫ গেছি।

এ ৪/৫ বার যাওয়াতেই বুঝা গেছে কেমন মধুর হাড়ি শশুর বাড়ি।

আমাকে তো প্রথমে বাড়িতেই ডুকতে বারন করে তাও আমার শাশুড়ি না আমার খালা শাশুড়ি,,যে কিনা আমার শাশুড়ির যায়গা টা ও তার নামে লিখে রাখছে 

তারপর ও আমি ওই বাড়ি যায় এমন খাবার মানুষ শত্রুকে ও খেতে দেই না।

এখন হইতো আপনারা বলবেন তাহলে

বাকি ৩ বার কেনো গেছি 

কারন তখন মীমের টাকা ছিলো হোটেল হিসাবে শশুর বাড়ি গেছি খাবার কিনে খাইছি আর নিজের আক্ষেপ মিটায়ছি যে সত্যি শশুর বাড়ি মধুর হাড়ি হয় টাকার গুনে।

মানুষ বলে না টাকা হলে নাকি বাঘের চোখ ও পাওয়া যায় তেমন,,শেষ বার আমি আমার আব্বুকে নিয়ে ঘুরে আসি আব্বুর অনেক শখ ছিলো আবার বেনাপোল দেখার কিন্তু নাভারন নিয়ে যায় পানিসারা নিয়ে যায়,কিন্তু বেনাপোল নেওয়া হয় না।

আর কোনো দিন নেওয়া হবে না?


Salma Akter

233 Blog posts

Comments