কালেমার ঝুড়ি

কালেমা তাইয়্যেবা থেকে তাওহীদ <br>বর্ননা

কালিমাসমূহ

 

কালিমা শব্দের অর্থ বাক্য। বিশ্বাস স্থাপনরে জন্য এমন কতিপয় বাক্য বা বাক্য সমষ্টিকে কালিমা বলে, যা পাঠ করলে পাঠকারী ইসলামের ভিতর প্রবেশ করে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের হুকুম ছাড়া অন্য যে কোন হুকুম পালন করা এবং ভিন্ন পথে চলা নিষিদ্ধ। কালিমাগুলোর পাঠই হচ্ছে আন্তরিক ঈমান তথা বিশ্বাসের বাস্তবরূপ। যে কোন লোক একমাত্র এ অঙ্গীকার করার মাধ্যমেই মুসলমান হয়। কোন লোক কেবলমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই প্রকৃত মুসলমান হয় না। যেমন, ডাক্তারের ছেলে যদি ডাক্তারী না পড়ে তাকে কেউ ডাক্তার বলে না।

 

ইহা ব্যতীত ঈমানের আর একটি অঙ্গ হল আমর বিল আরকান অর্থাৎ ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ্ যে সকল নেক কাজ করার হুকুম দিয়েছেন সেগুলো ঠিক ভাবে আদায় করা। এ প্রেক্ষিতে ঈমানের শর্ত হল তিনটি। ১. মুখে স্বীকার করা। ২. অন্তরে বিশ্বাস করা এবং ৩. আল্লাহর যাবতীয় হুকুম আহকাম পালন করা ও নিষিদ্ধ কাজ হতে ফিরে থাকা।

 

ঈমানের বিষয়গুলো মোটামুটি সাতটি কালেমার মধ্যে নিহিত আছে। উক্ত সাতটি কালেমা ও উহার অর্থ সঠিকভাবে শিক্ষা করা প্রয়োজন। নিজে এগুলোর বিবরণ দেয়া হল-

 

কালিমায়ে তাইয়্যেবা

 

رَّسُولِ اللهِ - محمد ر لا اله الا الله

 

উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

অর্থাৎঃ "আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম আল্লাহ্ তা'য়ালার প্রেরিত রাসূল।"

 

উল্লেখ্য যে, কালিমায়ে তাইয়্যেবা অর্থ হচ্ছে উত্তম বাক্য। এগুলোকে উত্তম বাক্য এ জন্য বলা হয় যে, এ কালিমা স্বয়ং পবিত্র এবং যে তা পাঠ করে ঈমান গ্রহণ করে তাকেও পবিত্র করে। মানুষের মাঝে যত শিরক, কুফর বিদআত এবং খারাবী রয়েছে সবগুলো দূর করে আল্লাহ্ তা'য়ালার যাত ও ছিফাতের অন্তরে বিশ্বাস সৃষ্টি করে দেয় এবং মানুষের গড়া যত মত ও পথ রয়েছে সবগুলোকে ধুলিসাৎ করে একমাত্র রাসূল (সঃ)-এর দেখানো পথে জীবন পারিচালিত করতে সাহায্য করে।

 

কালিমায়ে শাহাদাৎ

 

أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ

 

محمدا عبده ورسوله .

 

উচ্চারণ: আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।

 

অর্থাৎঃ "আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই। তিনি একক তাঁর কোন শরীক তথা অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই হযরত মুহাম্মদ [সঃ] আল্লাহ্ তা'য়ালার বান্দা ও প্রেরিত রাসূল।"

 

কালিমায়ে তাওহীদ

 

اللَّهِ إِمَامُ لا إِلَهَ إِلَّا أَنتَ وَاحْدٌ لا ثَانِيَ لَكَ مُحَمَّدٌ رَّسُولُ

 

الْمُتَّقِينَ - رَسُولُ رَبِّ الْعَالَمِينَ .

 

উচ্চারণঃ লা ইলাহা ইল্লা আংতা ওয়াহিদাল লা ছানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকীনা রাসূলু রাব্বিল আ'লামীন।

অর্থাৎঃ "হে আল্লাহ্! তুমি ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই। তুমি এক, তোমার কোন দ্বিতীয় নেই। মুহমাম্মদ [সঃ] ধর্ম ভীরুদের নেতা এবং বিশ্ব প্রতিপালকের রাসূল।"


Salma Akter

233 Blog posts

Comments