কালিমায়ে তামজীদ
لا إِلَهَ إِلَّا أَنْتَ نُورًا يَهْدِى اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ مُحَمَّدُ
رَّسُولُ اللَّهِ إِمَامُ الْمُرْسَلِينَ خَاتَمَ النَّبِيِّنَ .
উচ্চারণঃ লা ইলাহা আল্লা আংতা নূরাই ইয়াহদিয়াল্লাহু লি নূরিহি মাই ইশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যীন।
অর্থাৎঃ “হে আল্লাহ্! তুমি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। তুমি জ্যেতির্ময়, যাকে ইচ্ছা তাকেই তুমি নিজ জ্যেতি দ্বারা সৎপথ প্রদান কর। হযরত মুহাম্মদ [সঃ] আল্লাহ্র রাসূল, তিনি সকল রাসূলগণের নেতা এবং নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী।"
ঈমানে মুজমাল
أمَنْتُ بِاللَّهِ كَمَا هُوَ بِأَسْمَائِهِ وَصِفَاتِهِ وَ قَبِلْتُ جَمِعَ أَحْكَمِهِ
و ارگانه .
উচ্চারণ : আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি।
অর্থাৎঃ "আল্লাহ তা'য়ালা স্বীয় নামসমূহ ও গুণাবলীর ভিতর যেভাবে বিরাজমান আছেন, আমি তদানুযায়ী তার উপর ঈমান আনলাম এবং তাঁর যাবতীয় হুকুম আহকাম ও বিধি-বিধান মেনে নিলাম।"
ঈমানে মুফাসসাল
بِاللهِ وَمَلَئِكَتِهِ وَكُتُبِهِ وَرَسُلِهِ وَالْيَوْمِ
الامين اله . امنت
خَيْرِهِ وَشَرَّهُ مِنَ اللَّهِ تَعَالَى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ .
উচ্চারণ: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহী ওয়াল ইয়াওমিল আখিরি ওয়াল ক্বাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তায়া'লা ওয়াল বা'ছি বা'দাল মাওতি।
অর্থাৎঃ "আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ্ তা'য়ালার উপর, তার ফেরেশতার উপর, তার কিতাবসমূহের উপর, তার রাসূলগণের উপর এবং ও, তাকদীরের ভাল-মন্দ যা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে [এই বিশ্বাসের উপর। এবং মৃত্যুর পর পুরুত্থানের উপর।"