শ্বেত বা ধবল রোগ

আমাদের দেশে ১০০% এর মাঝে ৪০% মানুষ শ্বেত রোগে আক্রান্ত

মানব শরীরে চর্মে বহুবিধ রোগ হতে পারে। এই বহুবিধ রোগের মধ্যে ইতোপূর্বে অত্র অধ্যায়ে অনেক চর্মরোগ সম্পর্কে আলোচিত হয়েছে। শ্বেতী রোগের সহিত ঐ রোগের একটিরও মিল খুঁজে পাওয়া যায় না। শ্বেতী রোগে শরীরের চামড়া সাদা হয়ে যায় অর্থাৎ ত্বককে বর্ণ দেয় যে পদার্থ সেই মেলানিনের অভাবে দেহে ত্বকের স্থান বিশেষ বর্ণহীন হয়ে পড়ে। তবে এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন যে শরীরের চামড়া সাদা হলেই যে শ্বেতী হবে এমন কথা বলা সুকঠিন। বিভিন্ন জানা ও অজানা কারণে চামড়া সাদা হতে পারে। অনেকের জন্য থেকেই চামড়া সাদা হতে দেখা যায়। ছুলি, বিখাউজ রোগের পরে চামড়া সাদা হতে দেখা যায়। আগুনে পুড়ে উত্তপ্ত জিনিসের সংস্পর্শে ঘা হয় এবং পরে সাদা রং ধারণ করে। সাদা রং ধীরে ধীরে দীর্ঘদিন পর আবার স্বাভাবিক রং ধারণ করে এদের একটিও শ্বেতী নয়।

 

Clinical Features / লক্ষণ/উপসর্গ

 

• Whitish localize fresh patches. (সাদা লোম এ রোগের একটি প্রধান লক্ষন)

 

• May be seen in hand, wrist, neck & knee areas. (সাধারণত এ রোগ ঠোটে (Lips), হাতে ও পায়ের সামনে বেশী হতে দেখা যায়। তবে শরীরের অন্যান্য অংশেও হতে পারে বা হয়)

 

• Also the hairs of that area got the same appearance. (কোন প্রকার ব্যথা ছাড়াই এ রোগ হয়)

Causes / রোগের কারন

 

• চামড়ার ওপরে আঘাতে ক্রমাগত ঘর্ষণের ফলে ও শ্বেতী হতে পারে।

 

• মানব শরীরে চর্মের রং তৈরীর কোষ ও স্নায়ুবিক কোষের উৎপত্তিস্থল একই। তাই এরা দেখতে একই। তাই শ্বেতী স্নায়ুঘটিত রোগ বলে অনেকের ধারণা।

 

• অটোইমিউন ডিজিজ বলে এক ধরনের রোগ আছে। এ রোগের শরীরের নিজের বিরুদ্ধে এন্টিবডি তৈরী হয় ও বিভিন্ন ধরনের কোষের বিনাশ ঘটায়। শ্বেতীতেও এ রকমের এন্টিবডি দেখা যায়। তাই অটোইমিউনিটি শ্বৈতী রোগের অন্যতম কারণ বলে মনে করা যেতে পারে।

 

• কিছু বিষাক্ত পদার্থ শরীরের কোষের রং তৈরী বন্ধ করার ফলে চামড়া বিবর্ণ হয়। তাই সেখানে শ্বেতী দেখা দিতে পারে।

 

• শ্বেতী যকৃতের (লিভার) রোগ। শ্বেতী রোগীকে পরীক্ষা করলে যকৃতের রোগ ধরা পড়ে, কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রেই যকৃতের উলেখযোগ্য কোন দোষই ধরা পড়ে না। আবার অনেকের যকৃতে দোষ না থাকা সত্ত্বেও শ্বেতী হতে দেখা গেছে।

 

• বংশগত কারনে শ্বেতী হতে পারে, হয় না, একথা বলা সুকঠিন।

 

Investigation / প্যাথলজি পরীক্ষা

 

• Bilirubin (বিলিরুবিন),

 

• Alk, Phosphate (এ্যালকালাইন ফসফেট),

 

• S.G.P.T (এস,জি পি, টি),

 

• SGOT (এস,জি,ও, টি)

 

• Total Proten (টোটাল প্রোটেন),

 

• Blood for CP ইত্যাদি।

 

Rx

 

  1. Cream. Clobetasol 0.05% / Local steroid cream আক্রান্ত স্থানে ব্যাবহার করুন দিন ২ বার .....১৫ দিন

2. Cap. Antiligo (Hamdard Unani)

 

০+০+১ ১-৩ মাস

 

Advice / উপদেশ

 

• Avoid using excessive chemical product that area.

 

• Use sunscreen directly on that area.

 

• There is no cure.

 

• আক্রান্ত স্থানের লোম কালো থাকলে সারবার সম্ভাবনা থাকে।

 

• এ রোগ ছাড়া অন্যান্য রোগ থাকলে তার চিকিৎসা করতে হবে। যেমন রক্ত পরীক্ষা (Hb%) করে হিমোগোবিন কম থাকরে তার জন্য রক্তের ওষুধ দিতে হবে।

 

• কৃমির জন্য Mebendazole গ্রম্নপের ওষুধ দেয়া যেতে পারে।

 

• ফলপ্রদ কোন চিকিৎসা নাই।

 

• সব খাদ্যই খাওয়া যাবে, তবে সুষম খাদ্য খাওয়া শ্রেয়। বেশী ঝাল, গো মাংস, মসলা যুক্ত খাবার, বেশী তেল, ঘি, না খাওয়া উত্তম।

 

• শাক, টক জাতীয় খাবার ও ভিটামিন সি খাওয়া যাবে না।

 

• মাছ, চর্বি ছাড়া খাসীর মাংস, মুরগীর মাংস, ডিম, মটর শুটি বেশী করে খাবে।

 

• বেশী সূর্য কিরণ শ্বেতীর জন্য খারাপ তবে হালকা সূর্য কিরণ শ্বেতীর জন্য ভাল।

 

• রোগীকে আশ্বস্ত করতে হবে এবং তার anxiety কমানোর ব্যবস্থা করতে হবে।


Salma Akter

178 Blog posts

Comments