ব্যর্থতা ?

জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবেই

একজন মানুষ  চাই সফল হতে। সুন্দরভাবে জীবন যাপন করতে। কিন্তু এই সফলতা অর্জন করতে  মানুষ বিভিন্নভাবে সময় বিভিন্ন ভাবে ব্যর্থ হয়। জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবেই। ব্যর্থতা আসলেই ভেঙে পড়া যাবে না। যে কারণে ব্যর্থ হয়েছে সে কারণটি খুঁজে বের করে পুনরায় চেষ্টা করলেই সফলতা আসতে পারে। একটি উক্তি রয়েছে একবার না পারিলে দেখ শতবার। সফলতা অর্জন করতে গেলে ব্যর্থতা আসবেই তাই ভেঙ্গে না পড়ে চলো আবার চেষ্টা করি নতুন করে।


Badhon Rahman

177 Blog posts

Comments