প্রাইমারি স্কুল
আমি খুব ছোট বলতে যেটি। তাই বয়স অনুযায়ী আমার হহিট থাকেনী। আমার ৭ বছর দেখতে হবে হতে। ৪/৫ বছরের মেয়ে। আমার প্রথম শ্রেণীর পড়াশোনা বাসায় কমপ্লিট হয়ে যায়। তাই আমাদের গান্ধির চট প্রাথমিক সরকারি বিদ্যালয়ে হয় শ্লেীতে ভর্তির ফরম পূরণ করি। আমাকে ভর্তি নিবেই না। আমি নাকি ছোট, তার নর আমার দাদা বললো পড়জ ধরেন দেখেন কচ্চা নাকী বড। তখনকার দিনে তো রোড উল্টা পাল্টা লেখা থাকতো। আমাকে অ'ই রামন A- z নর্মন ক- ৬ পর্যন্ত পড়া ধরে বাবা-মায়ের নাম বানান সব ধরে আর আমি তা বলতে থাকি তার নর তাক আমার ফরন পূরণ করে। তারপর আরেক কাহিনী ১ তারিখ বই দেবে, এইদিন ও আমাকে বই দিবেনা
না এক হিন্দু ম্যাম। বলে চোট বাচ্চা তখকার আরেক প্রচলন ছিলো এক পাশের হাত দিয়ে আরেক পাশের কান ধরে দেখানো কিন্তু আমার তো ছোট হাত আমি কিভাবে ধরকে। এবার তো বাস কান্না শুরু তারপর যে সগর আমার পড়া ধরে সে আসে আর মাসকে বলে আপনি নতুন করে পর ধরেন। স্ক্যাম ও পড়া ধরলো। তার পর আমাদে কোলে তুলে নিয়ে বই স্টিলা, দ্বিতীয় শ্রেণীর কই। বাংলা ধংয়ের নাম ছিলো, আমার বাংলা বই।আমার নতুন অধ্যায় শুধু শুরু হলো নতুন পথ চলা। নতুন বন্ধু বান্ধবী নতুন এক পৃথিবী