আমি বললাম, আমি ব্যর্থ। আল্লাহ বলেন, বিশ্বাসীরা সফল হয় [সুরা মু'মিনুন ২৩:১৯
আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট, আল্লাহ বলেন, কা শিশ্চম কষ্টের পর আছে সৃষ্টি[সূরা আলাম-নাশরাহ আমি বললাম, আমাকে কেও সাহায্য করে না। 28:4
আল্লাহ বলেন, মুমিনদের সাহায্য করা সামার দায়িত্ব [ সূরা রুম ৩০:৪৭]
আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত।
আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, সুন্দরতম সাস্কৃতিতে স্বরাতীন ১৫:৪)
আমি বললাম, আমার সাথে কেউ নেই। আল্লাহ বলেন ভয় করো না, আমি মুমিনদের সাথে আছি। স্তরবা আমি বললাম সামার অনেক বেশি পাপ
আল্লাহ বলেন আমি তওবাকারীদের ভালোবাসী স্থির বাকারা আমিবললাম আমি সব সভায় অসুস্থ খাদী। 2.222]
আল্লাহ বলেন, আমি কর সানকে রেটোর নিজার হিসাবে পাঠিয়েছি: [সূরা বনী-ইসরাঈল ০৭-৮২]
আমি বললাম এ দুনিয়া আমার ভালো লাগেনা।
আল্লাহ বলেন, তোমার জন্য পরকার, ইহকাল অপেক্ষায় শ্রেয় । সূরা দুহ ২৩:৪]
আমি বললাম বিজয় অনেক দূরে। আল্লাহ বলেশ আমার সাহায্য একান্তই নিকটবর্তী ঢস্তক ককার ২:২১ খ আমি বললাম সামার জীবনে খুশি নেই। সাল্লাহ বলেন স্বীর্য তোমার বব তোমাকে এতো দিবেন, যে তুমি খুমি হয়ে যাবট স্তব্ধ দুর্য ৯৩ঃ ৫)
আমি বললাম আমি সব সময় হতাম। আল্লাহ
কাই তোমরা নিকশ হয়ো না, এবং দুঃখ
কর্যে না [সূরা ইমরান ৩.১৩৯]
আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না। আল্লাহ বলেন, মাল্লাহ সর্বোত্তম পরিকল্পনা কারী। [ সূরা ইমরান ৩:৫৪]
আমি বললাম আমার কেও নেই। আল্লাহালেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করেন, তার জন্য আল্লাহই যথেষ্ঠ[ সূরা তালাক ৬৫:৩]