অদ্ভুত ভালোবাসা
নীরা আর তার বান্ধবীরা কলেজ থেকে বের হচ্ছে এর মধ্যে নিলয় সিগারেটের ধোয়া উড়াতে উরাতে নীহার সামনে এসে প

নিলয়: নীরা তোমার সাথে আমার একটু কথা আছে বাকিরা যেতে পারো

নীরা: আপনার মতো ফালতু লোকের সাথে আমার কেনো কথা বলার

কেউ খারাপ হবে না আর এই সব টাইট ফিটিং জামাকাপড় একদম পড়বা না আর হ্যা ঠিক মতো খাবে বাসা থেকে কোনে কাজ ছাড়া বের হবা না কোনো ছেলের সাথে কথা বলবা না আমার রাগ উঠবে এমন কেনো কাজ করবা না আমার রাগের সামনে যে আসবে সে কিন্তুু শেষ হয়ে যাবে কি মনে থাকবে???

 

নীরা মাথা নারিয়ে হ্যা বললো মেয়েটা অনেক ভয় পেয়েছে আজ নিলয় বুঝতে পারলো যে নীরা ভয় পেয়েছে

 

নিলয়: নীর পাখি একদম ভয় পেয়ো না আমি তো তোমার জন্যই এইসব করছি তুমি যদি সকালে আমায় অধিকারের কথা না বলতে তো আজ এতকিছু হতো না আর একদিকে ভালোই হইছে তোমার ওপর আমার অধিকারটা পারমানেন্টলি হয়ে গেলো খুব জলদি তোমায় আমার কাছে নিয়ে আসবো জান

 

বলে নিলয় নীরাকে হালকা করে জরিয়ে ধরে নীরা কিছুই বলেনা কারন ও ভালোভাবেই বুঝতে পারে নিলয় নামের প্যারা ওর জীবন থেকে সহজে যাবে না ওর এই অদ্ভুত ভালোবাসা নীরার জীবনকে উল্টিয়ে দিবে

 

নিলয় নীরাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসে নিরা বাসায় আসলে ওর মা এর হাজার প্রশ্নে মধ্যে দিয়ে ওর রুম এ ঢুকে বিছানার ওপর টান হয়ে শুয়ে পরে

 

নীরা:কি স্বপ্ন নিয়ে আমি কলেজে গেলাম আর আমার সাথে এসব কি হচ্ছে কোন কুক্ষনে যে ওই কলেজে ভর্তি হতে গেলাম আল্লাহ্ জানে সেই প্রথম দিন থেকে বদমাইশ আমার পিছে পরে আছে ওর জন্য কলেজে কোথাও শান্তিতে বসতে শুধু পারি না একটা ছেলে এত্তটা খারাপ কি করে হতে পারে.... আমার জীবনটা নষ্ট করে দিলো ও কত্ত বরো বেয়াদব ছেলে আমি কি করে আজকের কথাটা বাসায় বলবো ও যদি আমার বাবামা এর ক্ষতি করার চেষ্টা করে??? ওর মতো জানোয়ার কে কোনো বিশ্বাস নাই আমাকেই কিছু একটা করতে হবে যাতে ও আমায় নিজে থেকে ছেড়ে দেয়


Shohag333

74 Blog posts

Comments