গৌতম বৌদ্ধ তৃতীয় পর্ব

গৌতম বৌদ্ধ তৃতীয় পর্ব আমরা তার কমল হৃদয় ও সংবেদনশীলতা নিয়ে জানতে পারবো যে মহান রব্বুল আলামীন সুবহানাল্লাহ তা??

গৌতম বৌদ্ধ অনেক আমারে ছিলো তার জন্য পদ্ধ। কপুকুর ও চার ও বড় বড় তার জন তার আশেপাশে বানানো হয়ে ছিলো তার জন্য  পোশাক পারফিউম দক্ষিনা আনা হতো ভারত থেকে। প্রাসাদ ও কক্ষ প্রস্তুত করা হয়েছে। তা সর্বদা দসদাসী চাকর বাকর তার খেদমতের জন্য সব সময় সদা প্রস্তুত থাকত। ১৬ বছর বয়সে তার পিতা মাতা রাজকন্যা জসদ্রার সাথে তার বিবাহ দেয় এবং কয়েক বছর পর তার একটি পুত্র সন্তান ও হয়। সিদ্ধাতকে  আল্লাহ একটি নরম কমল  ও একটি সংবেদনশীল মেজাজ দিয়েছিলো। যার ফলে তিনি  ধীরে ধীরে পৃথীবিতে ত বসবাসকারী মানুষের দুঃখ কষ্ট এবং ব্যথা বেদনাকে উপলব্ধি  করতে পারতেন। সিদ্ধান্তের সাথে আমাদের

সাধারণ মানুষের পার্থক্য টা হলো। আমরা ও মানুষের দুঃখ কষ্টে দুঃখ পাই। কিন্তু ঠিক কতটা পাইনা যতী। ওই ব্যক্তিটা পাই। কিন্তু সিদ্ধার্ত যখন কোনো অসহায় মানুষকে দেখতো সে ঠিক ততটাই কষ্ট পেত যতী। কষ্ট ওই ম সামনের মানুষটি পহি। অর্থাৎ তার বদয় অধিক মাত্রায় সংবেদশীল ছিলো। এবং এমন কি ব্যক্তা এক পর্যায়ে গরীব দুঃখী মানুষ তার কাছে ভিড়তে নিচেট করে দিয়ে ছিলেন। কেননা সে কোনো পঙ্খ্য মানুষ বা অর্ধ মানুষ অর্থবা যার জীবনে খুব কষ্ট এমন কড়িকে দেখলে সে ঠিক তার মত হয়ে যেত। এবং সে অনেক জোড়ে জোড়ে কান্না করতো

https://youtu.be/awhN5APyw6I?si=wlcyoV8wfilxLQR4


Salma Akter

233 Blog posts

Comments