জেন্ডার পরিবর্তন

আমাদের দেশে এখন জেন্ডার পরিবর্তন একটা শখ হয়ে দাড়িয়ে, এতে যে এক গুনাহ হচ্ছে তা তারা জেনেই না জানার মত থাকে

গল্পের শুরুতে একটি মেয়েকে দেখায়।

সে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাকে ঘৃনা করে।

সে ছেলেদের মত চলতে ভালোবাসে রাত করে বাড়ি আসাতে সে তার মায়ের কাছেও বোকা খাই।

তার পরিবারে সে আর তার মা আর তার মায়ের বফ থাকে।তার বাবা ছিলো কিন্তু তার মায়ের বফ ঝামেলা এসবের মাঝে তার বাবা থাকতে না পেরে চলে যায়। আর তার মায়ের বফ তার দিকেও খারাপ নজরে তাকাই।

এসব কিছুর জন্য মেয়েটি মেয়ে থেকে ছেলে হতে চাই 

আর তার মা ও কথায় কথায় কথা শুনা মেয়ে না জন্ম দিয়ে সে একটা ছেলো জন্ম দিতে পারতো তাহলে এতো ঝামেলা হতো না,

এসব কথায় মেয়েটির মনে জেদ হয় আর মেয়েটিও খুব জিদ্দি।

তারপর সে একাই একটি ডক্টর চেআপ করে, নেই আর জেন্ডার পরিবর্তনের চিন্তা করে।

তার মাকে বললে তার মা রাজি হয় না। 

সে একাই সিদ্ধান্তঃ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় তার গন্তব্য, 

তার গন্তব্য শুরু হওয়ার মাঝে আরেকটি ছেলের কাহিনি শুরু হয় সে রাস্তায় মদ খেয়ে উরাধুরা গাড়ি চালায়,,

তাই ট্রাফিক পুলিশ তাকে আটকায় রেখে গাড়ি নিয়ে নেই তারপর সে আরেকটি হোটেল গিয়ে থাকে আর খুব মদ খাই,

তারপর সকালে তার বন্ধুকে দিয়ে গাড়ি আনার জন্য টাকা দেই আর চাবি দেই।

এভাবেই ২ জনের কাহিনী শুরু হয়।

 

 

 


Salma Akter

178 Blog posts

Comments