ভ্রমন

ভ্রমন করতে চাই না এমন মানুষখুব কম আছে

ভ্রমণ করতে চায় না এমন মানুষের সংখ্যা খুবেই কম। ভ্রমণ করার মধ্যে দিয়ে জগৎতের প্রকৃতি সম্পর্কে অনেক জ্ঞান অর্জিত হয়। ভ্রমণের উপকারিতা যে ভ্রমণ করে সে ভালো ভাবে উপলব্ধি করতে পারে। নদ-নদী, সমুদ্র সৈকত, পাহাড়-পর্বতের দেশ বলা হয় বাংলাদেশ। এই সবুজ সোনালি দেশের সুন্দরবনে আছে রয়েল বেঙ্গল টাইগার, হাতি, বানর, ঘড়িয়াল, লালকাকড়া, সাপ সহ নানা জাতে পশু পাখি এবং গোলপাতা, সুন্দরী নানা গাছগাছালি।

 

আমাদের দেশের অপরূপ সৌন্দর্য্যের আধার দেখতে আসে বিদেশী ভ্রমণ পিপাসুদ বন্ধুরা। দেশের অভ্যন্তরে ঐতিহাসিক স্থানগুলোতে ভ্রমণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এসব গুরুত্বপূর্ণ জায়গায় ভ্রমণ করার ইচ্ছে থাকলেও কিছু মানুষ ভ্রমণ করতে পারে না অর্থনৈতিক অভাবে। তাই বলে কি ভ্রমণ করবেন তা কি হতে পারেএকটা প্রবাদ আছে 'যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন।' তাই টাকা নেই বলে, বাড়িতে হাত গুটিয়ে বসে থাকব তা হতে পারে না। জ্ঞান অনুসন্ধানের ইচ্ছে থাকলে বাড়ির কাছেও ভ্রমণের জায়গা থাকে অহরহ। এতক্ষণে যা কিছু বলতেছি তা হয়তো ইতোমধ্যে বুঝা গেল। দূরে না পারলেও বাড়ির কাছাকাছি ভ্রমণ করতে হবে। ভ্রমণের স্থান সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে হয়। আমিও বন্ধুদের সাথে ভ্রমণের স্থান নির্বাচন করি খুব কাছাকাছি জায়গায়। যেখানে অল্প খরচে কিছু বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়।।


Badhon Rahman

177 Blog posts

Comments