আয়াতুল কুরসি

আয়াতুল কুরসি আরবি ও বাংলা

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ

 

আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী

 

لَا تَأْخُذُهُ سِنَهِ وَلَا نَوْمٌ

 

তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না।

 

لَهُ مَا فِي السَّمَوتِ وَ مَا فِي الْأَرْضِ

 

আকাশমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, তাঁরই।

مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ

 

কে সেই ব্যক্তি যে তাঁর অনুমতি ছাড়া তাঁর নিকট সুপারিশ করে?

 

يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلَفَهُمْ

 

 

তিনি লোকদের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবসনেন।

 

 

কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত আয়াতু ...

 

Ayat Al Korsi - ايه الكرسى - 

 

وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ

 

পক্ষান্তরে মানুষ তাঁর জ্ঞানের কোনকিছুই আয়ত্ত করতে সক্ষম নয়,

 

 

=إِلَّا بِمَا شَاءَ

তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া

 

তাঁর কুরসী আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে

وَلَا يَعُودُهُ حِفْظُهُمَا

 

এবং এ দু'য়ের রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না,

وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

 

তিনি উচ্চ মর্যাদাশীল, মহান।

 


Salma Akter

233 Blog posts

Comments