YP Ashuliy a
কখনো চাকুরী করানি গার্মেন্টসে। নতুন কম্পানি কোরিয়ান সালিক ভালো ফেসালিটি তাই ইচ্ছে হলো চাকুরী করি। ওয়াহপি আশুনিয়া বিডি। ইন্টারভিউ দেওয়া আগেই মুরগি হলাম এক মেয়ের কাছে। অলরেডি আমার ভাগে আমার C.vবায়ো ভাটা ছিলো, কিন্তু আমার ফুপাতো বোন বললো এখান থেকে ফরম নিবর জমা দিতে হকে আমি ভাবলাম হয়তো কম্পানির নিয়ম। পড়ে ইন্টারভিউ দিতে গিয়ে দেখি ফাও ফাও ৩০ টাকা দিছি। নিজের সিডি দিলেই পারতাম। ইন্টারভিউতে 1-২০, - ১-২০- পাঁচটি ফুলের নাম পাখির নাম ও ১০টি রং এর কালার লেখতে হলো
তারপর শুরু হলো নতুন আরেক পৃথিবী। কাজে মনা যোগ দিয়ে কাজ করতে থাকলাম। আসেত আসে সবার মন কেড়ে নিলাম কাজের মাধ্যমে আমাবার একজন সালাম সারছিলো ওসি নিজে আমাকে সব দায়িত্ব বুঝিয়ে দিলো। ৬ মাস আমি সেমিহ সুপাতহিসার হওয়া চান্স সেলাম। কিন্তু কথার আছে না। অল্পতে বড় হলে মানুষের চোখ বাজে আমার ক্ষেত্র ও তাই হলো। সালাম স্যার প্রমোশন পেনো। ওমি খাওয়া কারণের আমার পিছে লোক পড়লো আমিও বাধ্য হয়ে চাকুরি ছেড়ে দিলাম।
তানা হলে আজ হয়তো পরিস্থিতি অন্য রকম থাকতো