মনে রাখবেন খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব। কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব নয়।
কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন। কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে। তাকে দিতে দিন না। কেউ যদি আপনাকে হিংসা করে, তাকে হিংসা করতে দিন। মনে রাখবেন হিংসা তারতি করে। যাদের আস্যতা কম। আর কথা যখন বলবেন, ধীরে বলুন। মানিত পাবেন। অংহকার ছেড়ে দিন, সম্মান পাবেন। ভঙ্গি করুন, মুক্তি পাবেন, সেবা করুণ শান্তিপাবেন। 1 সনুষষ্ঠ থাকুন জীবনের যে কোনো পরিস্থিতিতে সুখ পাবেন। কষ্টির সাথের বলি, আমাদের এই মানুষ প্রজাতি গুহা ছাড়ল গাছের ছাল বাছাড়ল। কাঁচা মাংস খাওয়া ছাড়লো। নিজের মনুষত্ববোধ টাও ছাড়ল। এবং কি কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছা বানুষ ছাড়তে পারলো না। একটি কুকুর কে তিন দিন খাওয়ান। কুকু কুকুরটি আপনাকে তিন বছর মনে রাখবে। কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজ স্বার্থ চরিতার্থ করার সময় যখন আসবে। তখন আপনাকে ৩ দিনের মরেইই ভুলে যাবে। প্রিয় ভাই বোন বেশি কথা সম্মান নষ্ট। বেশি আদরে সন্তান নষ্ট। বেশি লবনে অমন তরকারী নষ্ট। আর মাত্রা অতিরিক্ত ভালোবাসার জীবন নষ্ট'কলমাত্রা অতিরিক্ত কোনো কিছুই ভালো না,,হোক ভালোবাসা, আদর স্নেহ,বিশ্বাস ভরসা,, লিমিট ছেড়ে এর কোনো টাই ভালো কিছু বয়ে আনবে না।আমরা অতিরিক্ত ভালোবাসাকে অনেক ভালো কিছু মনে করি কিন্তু এটা যে খারাপের দিক চলে যায় তা আমরা পড়ে বুঝতে পারি।
https://youtu.be/SXS13mFrYcA?si=w13CBM41TDEqkLNx