ইসমে আজম জিকির ২ পার্ট

আমরা ইসমে আজমের জিকিরের ২ পার্টে আছি আবশ্যয় খুব তাড়াতাড়ি ৩ পার্টে যাব।

ইসমে আজম।

 

ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার মহান নাম। ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয়। তবু আল্লাহ তা'আলা বান্দার সেই চাওয়া পূরণ কবর দেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার সেই ডাকে অবশ্যই সাড়া

 

এই মর্মে হয়রত মোহাম্মদ সাঃ) এর হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায়। বহু ইসলামিক স্কলার এই সম্পকে বলেছেন, ইসমে আজম হলো আল্লাহ্ অ/আলার মূল নাম অর্থাৎ আল্লাহ। আমরা জানি যে, আল্লাহ তা'আলার অনেক গুন বাচক নাম রয়েছে। সেই সকল নামের মারো মূল যেই নামটা সেটা হচ্ছে ইজমে আল্লাহ।এই নামটিকে বেশির ভাগ ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন তার অন্তরের অন্তস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের একান বাসনা পূরণের জন্য কিছু চায়। তখন আল্লাহ তা' আলা তার বান্দার সেই চাওয়া কবুল করে নেন। ইসমে আজম সম্পকে রাসুল (সাঃ) তার জীবনদ্দমার আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। হার্দিসের বর্ণনার পাওয়া যায়। হযরত আবুল্লাহ ইবন বুর‍্যয়দা পূর) তার বাব থেকে বর্ণনা করেন, রাসুল (সাঃ) এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেন।

https://youtu.be/WI5BnuyIe_s?si=U4M4zADmnZ1cNva9


Salma Akter

233 Blog posts

Comments