সময় হলো একটি অমূল্য সম্পদ। যা কোন মূল্য দিয়ে সম্ভব নয়। সময় গতিশীল। সময় কারো জন্য অপেক্ষা করে না সময় তার নিজের আপন গতিতে চলে। সময়ের সৎ ব্যবহার করতে হবে। সঠিক সময়ে সময়ের ব্যবহার না করলে সেই সময় আর ফিরে পাওয়া যায় না। সঠিক সময়ে সময়ের ব্যবহার করলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব। ছাত্র জীবনে সময় হচ্ছে অমূল্য থেকে অমূল্য সম্পদ। ছাত্র জীবনে সময়ের সঠিক ব্যবহার না করলে একজন ছাত্র সফলতা দারে পৌঁছাতে পারেনা। সফলতা অর্জন করতে হলে অবশ্যই সঠিক ব্যবহার ও সৎভাবে ব্যবহার করতে হবে। না হইলে জীবন ব্যর্থতায় ঘিরে যাবে। তাই আমরা সবাই চেষ্টা করব সঠিক সময়ে সময়ের ব্যবহার করা। সময় অপচয় না করা।
Badhon Rahman
177 Blog posts