অশরীরী আত্মা
গল্পে মাঝে ছেলেটুলির নাম- জাহিদ, মেয়ের তাই তাইয়্যেবা। জাহিদের বড় ভাই তার ভাই বৌ আছে। আর অন্য দিকে তাইয়্যেবার কেউ নেই এতিমখানার বড় হয়ে বড় ভালো এক কোম্পানিতে কাজ নেই। সিং, সূত্রেং জাহিদের সাথে পরিচয় • কারণ জাহিদ ও একই কোম্পানিতে চাকুরী করে। তাচার পরিচয়ের মাধ্যম হলো লিফট একদিন জাহিদ লিফট লক করতে যাবে অমনেই তাইয়্যেবা সামনে চলে আসে আর জাহিদ লিফট আনলক করে। আর তাইয়্যেবা লিফটে ওঠে। মুচকি হাসি দেই। সেই হাসিতে ফিদা হয়ে বার জাহিদ। তারকার প্রেম ভালোবাসা। ১ বছর পর ভাইকে জানিয়ে বিয়ে করে জাহিদ। তার জাহিদের ভাই বলে গ্রামে বাড়িটি পুরিতিক্ত হয়ে পড়ে আছে তাই সবাই বাড়ি ঠিক করে
চল সবাই বাড়ি চলে যায়।
গিয়ে ওঠে। জাহিদ ও ব্যক্তিজ হবেলা। দুই ভাই দুই বউ একসাথে বাড়ির কাজ শেষ করে নতুন করে রং করে বাড়িতে ওঠে। তার পর কদের মাস চার মাস সুখি শান্তিতে দিন কাটের কিন্তু জাহিদের বৌ তাইয়্যেবার খেয়াল করলো একটি রুমের দরজা তালা মারা। যা কেউ খোলে না। তাইয়্যেবার মনে সন্দেহ হলো। সে রুমের খোজেে বের করে রুমে প্রবেশ করলো। তারপর কারো আমার আসার আওয়াজ পেয়ে সে তাড়াতাড়ি চলে গেলো। তারপর ১২টার পর আবার আসলো তার পর রূমে যাওয়ার পর রুমের চারপাশের দেওযয়াল তার দিকে চেপে আসতে থাকলো তাইয়্যেবা ভয়ে কান্না কের জাহিদ জাহিদ বলে
অজ্ঞান হয়ে যায়।