ইসমে আজম
হযরত আবদুল্লাহ ইবন বুরায়াদা (রা) তার বাবা থেকে বর্ণনা করেন।, রাসূল সাঃ এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেন। দোয়াটি হচ্ছে।
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আংতাল্লাহ, লা-ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইকুল্লাহ কুফুয়ান আহাদ, অর্থঃ হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে, তুমিই একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, তুমি কাউকে
জন্ম দেননি, এবং
কেউ তোমার থেকে জন্ম গ্রহন করেনি। আর তার সমকক্ষ কেউ নেই। হযরত মোহাম্মদ (সাঃ) ওই ব্যক্তির মুখে এই বাক্য গুলো শুনে বলেন সেই মহান সত্তার শপথ। যার হাতে আমার জীবন, নিঃ সন্দেহে এই লোক আল্লাহ তা'আলার মহান নাম ইসমে আজম এর উসিলায়। তার কাছে প্রার্থনা করেছে। যে নামের উছিলার দোয়া করলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন। সুবহানাল্লাহ।
https://youtu.be/WI5BnuyIe_s?si=i__cycrX8sFpCeSR