সুবহানাল্লাহ তা'আলার

আল্লাহর বিশেষ নাম সমূহর কিছু অংশ নিয়ে লেখালাম,,আল্লাহর গুনবাচক তো ৯৯ টি নাম অল্প কিছু সংখ্যক লেখেছি

আর-রাহমান = পরম দয়ালু, আর- রহীম = অতিশয় মেহেরবান আল- মালিক- সর্বকর্তৃত্বময়, আল-কুদ্দুস- অতি পবিত্র,

 আস-সালাম = নিরাপত্তা দানকারী। আল-মু'মিন- নিরাপত্তা ও ইমান দান কারী,

 আল-মুহাইমিন- পরিপূর্ণ রক্ষণাবেক্ষনকারী, 

আল- আজীজ = পরাক্রমশালী, আল-জাব্বার- দুর্নিবার আল-মতাকাব্বিইর = নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধীকারি। আল-খালিক=সৃষ্টিকর্তা, আল-বারি = সঠিকভাবে সৃষ্টিকারী।

 

আল-মুছউইর- আকৃতিদানকারী, আল-সাফফার-পরম ক্ষমাশীল আল-কাহার- কঠোর, আল-ওয়াহহাব - সবকিছু দানকারী।

 

আর-রাজ্জাক- রিযিকদাতা, আল-ফাত্তাহ-বিজয়দানকারী, আল-আলীম-সর্বজ্ঞ, আল-কবিদ্ব =সংর্কীনকারী। আল-বাসিত- প্রশসৃতকারী, আল-খাফিদ্ব = অবনতকারী, 

সুবহানআল্লাহ-ওয়ালহামদুলওলিল্লাহ

 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ

 মহিমান্বিত আল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই।

 


Salma Akter

236 Blog posts

Comments