বাংলাদেশের জলবায়ু

বাংলাদেশ ছয় ঋতুর দেশ

এই সোনার বাংলাদেশের রয়েছে সোনালী শস্য ও এদেশের জল বাবু নাতিশীতোষ্ণ। এক বছরে ছয়টি ঋতু। যার কারণে বাংলাদেশকে ছয় ঋতুর দেশ বলা হয়। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে অনেক বড় ছোট নদী রয়েছে। যায় দেশের জলবাহু রক্ষার এবং পরিবর্তনের ভূমিকা রাখে। এদেশে রয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। বিস্মতে বিভিন্ন ধরনের ফলমূল পরিপক্ক হয়। বর্ষাতে সাথে নদীর পানি বৃদ্ধি পায়। শরতের নদীর ধারে কাশফুল এবং নানান ধরনের পাখি দেখা যায়। বাংলাদেশের জলবায়ু অনেক নাতিশীতোষ্ণ ও সুন্দর। 


Badhon Rahman

177 Blog posts

Comments