অংশীদারদের দায় বা দায়বদ্বৃতা

অংশীদারদের দায় বা দায়বদ্ধতা নিয়ে আলোচনা

অংশীদারদের দায় বা দায়বদ্ধতা সম্বন্ধে আলোচনা কর। Discuss about the liabilities of partners.

 

উত্তরা ভূমিকা: দায়ের পরিমাণ যখন সীমাবদ্ধ বা সীমিত থাকে না, তখন তাকে অসীম দায় বলে। শীদারি ব্যবসায়ে অংশীদারদের দায় যখন সীমিত বা সীমাবদ্ধ থাকে না, তখন তাকে এমতীন দায় বলে। অংশীদারি ব্যবসায়ের সদস্যদের সীমাহীন ইয়াবদ্ধ অংশীদারি ব্যবসায়ের অংশীদাররা ছাড়া সকল অংশীদারই এ অসীম দায় বহনে বাধ্য থাকে। সুতরাং, অংশীদারি ব্যবসায়ের অসীম বা দায় বহন করাকে অসীম দায় বলে। শুধুমাত্র সীমিত বা

 

কর্তব্য অংশীদারদের

 

অংশীদারদের দায় বা দায়বদ্ধতা (Liabilities of partners): অংশীদাররা যেমন ব্যবসায়ের মুনাফা ভণ করে, তেমনি ব্যবসায়ের দায়ও তাদেরকেই বহন করতে হয়। ব্যবসায়ের প্রকৃতি অনুযায়ী একেক জনের দায়ের কেউ সীমিত দায় বহন করে, আবার কেউ অসীম দায় বহনে বাধ্য থাকে। দায়ের প্রকৃতি বহোক অংশীদাররা তা অস্বীকার করতে পারে না। অসীম দায় বহনকারী অংশীদাররা একক এবং যৌথভাবে দায় এবউও ভিন্ন হতে পারে। পরিশোধে বাধ্য থাকে। নিয়ে অসীম দায়বহনকারী অংশীদাররা তা অস্বীকার করতে পারে না। পরিশোধে বাধ্য থাকে। অসীম দায় বহনকারী

 

অংশীদাররা একক এবং যৌথভাবে দায় অসীম দায় বহনকারী অংশীদারদের যেসব দায় বহন করতে হয় সেগুলো আলোচনা করা হল:

 

সাদায়ে ১. লোকসান বহন (Sharing loss): অংশীদান্তি চুক্তিপত্রে বর্ণিত নিয়ম অনুযায়ী অংশীদাররা ব্যবসায়ের লোকসান একে তা বহনে বাধ্য থাকে। চুক্তিপত্রে এ সম্পর্কে কিছু উল্লেখ না থাকলে সকল অংশীদার সমদলারা বালামের লোকসান

 

তথ্য থাকে। ২. অসীম দায় (Unlimited liability): অংশীদারি ব্যবসায়ে সীমিত অংশীদার ছাড়া সকল অংশীদারের দায় অসীম বা সীমাহীন। ব্যবসায়ের সমুদয় দায়ের জন্য অংশীদারগণ এককভাবে এবং যৌথভাবে দায়ী থাকে। স

 

৩. প্রতিনিধিত্বের দায় (Liability for representation) : সকল অংশীদার একত্রে বা তাদের পক্ষ হতে কেউ বেসায় পরিচালনা করে বলে তাদের মধ্যে প্রতিনিধিত্বের সম্পর্ক গড়ে উঠে। এর ফলে ব্যবসায় সংক্রান্ত সমস্ত কাজের জন্য সকল অংশীদার একক ও যৌথভাবে দায়ী থাকে।

 

৪. হিসাবরক্ষণ (Accounting): যে অংশীদারের উপর ব্যবসায় পরিচালনার দায়িত্ব থাকে, সে ব্যবসায়ের রেনদেন ও খরচ পত্রের সঠিক হিসাব রাখার জন্য দায়ী থাকে।

 

৫. মৃত অংশীদারের দায় (Liability of dead partner): কোন অংশীদার অংশীদার থাকাকালীন সময়ে মত্যুবরণ করলে দেনার জন্য তার ব্যক্তিগত সম্পত্তি দায়গ্রস্ত হয় না।

 

৬. অবসরপ্রাপ্ত অংশীদারের দায় (Liability of retired partners): অংশীদারি ব্যবসায় বিদ্যমান থাকাকালীন সময়ে যদি কোন অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণ করে, তবে ঐ সময়ের দেনার জন্য অবসরপ্রাপ্ত অংশীদার দায়ী থাকে। ৭. ঋণের দায় (Liability for loan): ব্যবসায়ের প্রয়োজনে ব্যবসায়ের নামে গৃহীত ঋণের জন্য সকল অংশীদার

 

এককভাবে এবং যৌথভাবে দায়ী থাকে। ৮. আচরণে অনুমিত অংশীদারের দায় (Liability of partner by holding out): কোন ব্যবসায়ের আচরণে সুমিত অংশীদার তৃতীয় পক্ষের সাথে কোন চুক্তি সম্পাদন করলে সেক্ষেত্রে ঐ অংশীদার ব্যক্তিগতভাবে দায়ী থাকে।

 

৯. ব্যবসায়ের দেনা (Business debt): অংশীদারি ব্যবসায় এবং এর অংশীদারদের সত্তা এক ও অভিন্ন। হংশীদারদের কোন কাজের জন্য ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, আবার ব্যবসায়ের কোন প্রকার ক্ষতি হলে সকল অংশীদার একক এবং যৌথভাবে দায়ী থাকে।

১০. নতুন অংশীদারের দায় (Liability of new partner): নতুন অংশীদার ব্যবসায়ে তার যোগদানের পূর্বে সংঘটিত কোন লেনদেনের জন্য দায়ী হবে না। তবে সে ব্যবসায়ে যোগদানের পূর্বেই লেনদেনের সুযোগ সুবিধা তো করলে তার জন্য দায়ী হবে।

উপসংহার: উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সীমিত অংশীদার ছাড়া বাকি সকল অংশীদায়ে দ্রায় অসীম। তবে সকল অংশীদার তাদের ব্যক্তিগত কাজের জন্য দায়ী থাকে। ব্যবসায় সংক্রান্ত সকল কাজের জন্য সঙ্গ শাদার ব্যক্তিগত ও দলবদ্ধভাবে দায়ী হয়। তাই ব্যবসায় হতে সুফল পেতে হলে ব্যবসায় হতে সুযোগ সুবিধা ভো পাশাপাশি অংশীদারদের উপর অর্পিত দায়িত্বসমূহ যথাযথভাবে পালন করা উচিত।


Salma Akter

178 Blog posts

Comments