আসেন একটু হাসি?

পাশের মেয়েটা ??

গ’লির মাথায় রিক্সার জন্য দাড়ায়া আছি। আমার পাশেই একটা মেয়েও দাড়ায়া আছে। সম্ভবত উবারের জন্য। আমি রিক্সাওয়ালাকে বললাম, যাবা? উনি বলে, উঠেন। আমি উঠার পরও রিক্সাওয়ালা চালাচ্ছে না দেখে বললাম, যাও না ক্যান মামা? সে পাশের মেয়েটার দিকে তাকায়া বলে, “মামি যাইবো না? রা’গ করছে?”এক পিচ্চি মেয়ে দোকানদারকে বলছে,আচ্ছা আঙ্কেল আমি যখন বড় হবো, তখন আপনি কি আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিবেন ? দোকানদার: (মুচকি হেসে) হ্যাঁ মামনি অবশ্যই দিবো।মেয়ে : ঠিক আছে, তাহলে আপনার হবু পুত্র-বধূকে ফ্রিতে ১ টা আইসক্রিম দেন।


Badhon Rahman

177 Blog posts

Comments