সামাজিক যোগাযোগ মাধ্যম

সামাজিক যোগাযোগের মাধ্যমের সঠিক ব্যবহার

তথ্য প্রযুক্তি যুগে বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিটি ব্যক্তি সক্রিয় থাকে । বাবা মায়ের যুগে শোনা যেত একা চিঠি লিখে সেই সংবাদ পাঠাতে অনেক সময় লেগে যেত ।

 

তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে আজ আমরা যেকোনো তথ্য খবর সহজে পেয়ে যাই । কিন্তু বর্তমানে আমরা তথ্য প্রযুক্তি অপব্যবহার বেশি করি । বিশেষ করে ফেসবুকের মতো জনপ্রিয় প্লাটফর্মে এটা বেশি হয় ।

 

কথায় আছে দুঃসংবাদ নাকি বাতাসের আগে দৌড়ায় । ঠিক তেমনি ফেইসবুকে কিছু একটা বললেই সেটা নিয়ে আমরা মাতামাতি শুরু করে দিই । একবার যাচাই করার ইচ্ছা প্রকাশ করি না । ফেসবুকের ভালো কনটেন্ট তৈরির মাধ্যমে অনেকে আয়ের একটা ভালো উপায় খুঁজে পেয়েছে । তাই বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেকে উঠে পরে লেগে থাকে । তাছাড়া আমরা বাঙালিরা তো গুজবে কান বেশি দেই ।

 আযামাদের  প্রত্যেকের উচিত  সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর সঠিক ব্যবহার করখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর প্রচার করবো না, সঠিক তথ্য জানবো এবং শেয়ার করবো। এই বাংলাদেশ আমার, আমাদের, নতুন করে বাংলাদেশ গড়ি।


Hoimonti Shukla

137 Blog posts

Comments