এটা আমাদের শৈশবকাল, আমাদের জন্য আর ফিরবে না ,ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রেও না। আসছে ভবিষ্যতের শৈশবকালের বিকালগুলি ব্যস্ত থাকবে গিটারের ক্লাসে বা নাচের ক্লাসে।
এসব দেখে পুরোনো স্মৃতিকে করা মনে করা আর লুপ্ত হওয়ার আশঙ্কা ছাড়া আর কিছু করার নেই।
জীবনের সবচেয়ে সুন্দর ও আনন্দ'ময় সময়টা শৈশবকাল । যেখানে নেই কোনো হতাশা-দুশ্চিন্তা, বিষন্নতা, অবসাদ ও ক্লান্তিহীন জীবনের ছোয়া..
জীবনের শ্রেষ্ঠতম সময় মনে হয় শৈশবকাল , যা অনেক মধুর স্মৃতি নিয়ে গঠিত, যার জীবন থেকে শৈশব চলে গেছে সে আর কখনোই তা ফিরে পায় না, তবুও মন যেন ফিরে পেতে চায় সেই শৈশবে কাটানো সময় গুলো ❤️