দরুদ পাঠ

দুরুদ পাঠের ৭ টি কারন উল্লেখ করা হলো

দুরুদ পাঠের ৭টি কারণ

 

১. সরাসরি আল্লাহ আদেশ

 

আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে মুমিনগণ, তোমরাও নবীর ওপর দরূদ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও( সূরা আল-আহযাব: ৫৫)

 

২. জীবনকে সহজ করে। উবাই ইবন ক'বাবে(রাঃ) বলেন, আমি আমার দু'আর পুরোটা জুড়েই শুধু আপনার দরুদ রাখব। তখন রাসুল সাঃ বলেন, তাহলে তা তোমার ঝামেলা মেটাতে ও প্রয়োজনের জন্য যথেষ্ট হবে। [তিরমিজি ২৬৪৫ (হাসান)

 

৩. আল্লাহর নিজে দুরুদ পাঠ

 করেন। রাসুল সা: বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে। আল্লাহ্ তার দরুন তার ওপর দশবার দরুদ গাঠ করবে (সহিহ মুসলিম ৩৮৪)

 

৪. গুনাহ মাফ করা হবে। রাসুল সা: বলেন যে ব্যক্তি

 

আমার ওপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ্ তার প্রতি দশটি রহমত নাফিল করবেন, তার দশটি গুনাহ মাফ করে দেবেন। এবং দশটি মর্যাদা বৃদ্ধি করবেন। [ সুনানে নাসায়ী: ১২৯৭]

 

 

৫. রাসুল সাঃ দরুদের জবাব দেন। রাসুল (সাঃ) বলেন, যে ব্যক্তি আমার ওপর সালাম পেশ করে তখন আল্লাহ্ আমার মধ্যে আমার আত্মা ফিরিয়ে দেন, এবং ফলে তার সালামের জবাব দেই।

[আবু দাউদ: ২০৪১ সহিহ]

 

৬. রাসুল (সাঃ) নিকটবর্তী হওয়া যায়। রাসুল (সা) বলেন কিয়ামতের দিবস সেই ব্যক্তি সব লোকের চাহিতে আমার বেশি নিটকবর্ত্তী হবে, যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার ও ওপর দরুদপড়বে [তিরমিজি: ৪৮-৪ হাসান]. 

 

 

৭. দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে; উমার ইবন খাত্তাব (রাঃ) বলেন দোয়া আকাশ ও যমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থার থাকে, তোমরা রাসুল (সাঃ) প্রতি যতক্ষণ দরুদ পাঠ না কর ততক্ষণ তার কিছুই উপরে ওঠে না

 

[তিরমিজি: ৪৮৬ (হাসান) ]


Salma Akter

233 Blog posts

Comments