মোহাম্মদপুর নুরজাহান রোডে ইদানিং এক ভদ্রলোককে প্রায়ই দেখা যায় ।
সকাল নাই, দুপুর নাই, রোদ নাই, বৃষ্টি নাই ঐ ভদ্রলোক এই নির্দিস্ট জায়গায় প্রায়ই এসে দাঁড়ায় থাকেন।
ভদ্রলোক কিচ্ছু করেন না, জাস্ট মাটির দিকে তাকায় থাকেন। কি যেন খুঁজেন । এরপর আশে-পাশে দেখেন। এভাবে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যায়।
অনেকেই জিজ্ঞাসা করেন, চাচা এখানে কি করেন, কি দেখেন, কাকে খুঁজেন ?
উনি কোন উত্তর দেন না, কোন কথা বলেন না ।
জাস্ট চোখে এক অদ্ভুত শূন্যতা নিয়ে তাকায় থাকেন ।
তারপর একটা সময় পর চলে যান।
কারণ একমাস আগে ঠিক এই জায়গায়ই গুলিবিদ্ধ হয়ে শহিদ হয়েছিল তার ১৯ বছর বয়সী ছেলে সৈকত।