এখন আর ঢাকা নেই আগের মতো,
যানজট লেগে থাকে অবিরত,
এক কিলোমিটার পথ যেতে ঘন্টা লাগে,
যাত্রীরা ফুসে ওঠে গোস্বা রাগে,
এখন আর ঢাকা নেই আগের মতো,
যানজট লেগে থাকে অবিরত,
এক কিলোমিটার পথ যেতে ঘন্টা লাগে,
যাত্রীরা ফুসে ওঠে গোস্বা রাগে,
দেখার তো কেউ নেই দিশেহারা সকলেই?
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
সকাল দুপুর কি ভাবে বিকাল সাঝেঁ,
যদি কেউ যেতে চাই জরুরি কাজে
দীর্ঘ যানজট থাকে রাস্তায়
সময় মত যেতে পারে না সেথায়।
সকাল দুপুর কি ভাবে বিকাল সাঝেঁ,
যদি কেউ যেতে চাই জরুরি কাজে
দীর্ঘ যানজট থাকে রাস্তায়
সময় মত যেতে পারে না সেথায়।
হয় এমন বার বার নেই কোনো প্রতিকার,
হয় এমন বার বার
হয় এমন বার বার নেই কোনো প্রতিকার,
এই তো আমার দেশ কত উন্নত
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
অফিস আদালত কিবা সভাসমাবেশ
জ্যামের রোসানলে সব হয় শেষ
যানজটে বাধা হয় প্রবাস গমন।
কপালে জোটে না আর বিমান ভ্রমন,
অফিস আদালত কিবা সভাসমাবেশ
জ্যামের রোসানলে সব হয় শেষ
যানজটে বাধা হয় প্রবাস গমন।
কপালে জোটে না আর বিমান ভ্রমন,
যখন যেখানে যায় কষ্টের সীমা নাই,
আশা নিয়ে গিয়ে হয় শুধুই হতাশ আশাহত,
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
রোগীদের নিয়ে যেতে হাসপাতালে
সেখানেও যানজট বিপদকালে
ব্যথায় কাতর হয়ে রোগী কেঁদে মরে,
এভাবেই যানজটে কত প্রান ঝড়ে,
রোগীদের নিয়ে যেতে হাসপাতালে
সেখানেও যানজট বিপদকালে
ব্যথায় কাতর হয়ে রোগী কেঁদে মরে,
এভাবেই যানজটে কত প্রান ঝড়ে,
কে নিবে দায়ভার রাষ্ট্র না সরকার
কে নিবে দায়ভার রাষ্ট্র না সরকার
কেনো নেই ভূমিকা কারো যথাযথ
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
সুখের জীবন আজ ক্ষতবিক্ষত,
https://youtu.be/OD4RnKfZhlc?si=Xk34CqeByR9ZOHr1