জীবন বদলে দেওয়া

আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ

১.তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুন।

 

حميدة الرحمن فرزان

 

১. ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত

 

২. আছর থেকে মীগরীব

 

৩. মাগরিব থেকে ইশা পযর্ন্ত

 

নতুবা, সৌন্দর্য্য এবং রিজিক কমে যাবে:)

২) নিজের ভুলের জন্য প্রতিদিন অন্তত ১০০ বার।

 

আল্লাহর কাছে অনুতপ্ত হন। আস্তাগফিরুল্লাহ্ পড়ন:) 

 

৩) সপ্তাহে একদিন হলেও রাতে তাহাজ্জুদ সালাত আদায় করুন।

 

৪) যা কিছু আছে সেটা নিয়ে সন্তুষ্টি থাকুন। আলহামদুলিল্লাহ্ বলে শুকরিয়া আদায় করুন।

 

তাহলে আল্লাহ আরো রিযিক বৃদ্ধি করে দিবে। (ইন শা আল্লাহ)

৫) সহজে কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন:)

৬) যারা আপনার সাথে খারাপ কিছু করে।

 

তাদের সাথে ভালো আচরণ করুন। • (এটাই রাসূলের শিক্ষা)

 

৭. বেশি ঘুমাবেন না। এতে স্মৃতি শক্তি লোভ পাবে:)

 

৮) নিজের অতীত কিংবা কষ্টের পরিস্থিতি কারো সাথে শেয়ার করবেন না।

 

আপনার অগোচরে মানুষ এটা নিয়ে মজা নেয়:

 

৯) যাই কিছু হয়ে যাক যতো পাপই কীরন না কেন

 

পাঁচ ওয়াক্ত নামাজ ধরে রাখতে চেষ্টা করবেন:)

 

১০) সপ্তাহে দুইদিন রোজা রাখবেন:)

 

১১) নিজেকে ছোট ভাববেন। তখন দেখবেন, আল্লাহ মানুষের চোখে আপনাকে বড় বানিয়ে দিবে:)

 

১২)প্রতিরাতে ঘুমানোর আগে সূরা মূলক পড়ে ঘুমাবেন!

 

 

এটা আপনাকে কবরের আজাব হতে রক্ষা করবে। (ইন শা আল্লাহ)

 

১৩) সবাইকে খুশি করা ছেড়ে দিন।

 

পৃথিবীতে মানুষকে সন্তুষ্টি করা সম্ভব নয়। বরং আল্লাহকে সন্তুষ্টি করা সহজ।

 

)১৪ প্রতিদিন এক পৃষ্টা হলেও কুরআন শরীফ পড়বেন।

 

সেটা সম্ভব না হলে। কিছু আয়াত পড়বেন। আর সেটাও যদি সম্ভব হয়। অন্তত এক পৃষ্টা হলেও কুরআন পড়বেন:)


Salma Akter

233 Blog posts

Comments