https://www.aface1.com/edit-blog/14577
তখন তার বন্ধু বলে আমাদের এরিয়াতে তো একজনই এসব পেইনইটিং করে এবং তার নাম বলে যে তার অনুমতি ছাড়া কেউ পেইনটিং করতে পারে না। তার পর প্রথম বন্ধুই বলে তাকে কোথায় পাওয়া যাবে। সীন চলে যায় বার ক্লাবে ওখানে গিয়ে পেইনটিং করা লোকটিকে নাম ধরে ডাক দিলে সে দৌড়ে পালায় পালিয়ে যেতে চাই অনেক ক্ষণ দৌড়ে তাকে প্রথম বন্ধু ধরে। এবং জিজ্ঞাস করে কার কথায় সে এসব করে এবং মারধর করে এবং কেনো এমনটা করে জিজ্ঞাস করে। লোকটি বলে তুমি তো আমাকে চিনো আমাকে টাকা দিলেই আমি কাজ করি। কেউ একজন আমাকে মেসেজ করে এবং সিঙ্গাপুর ১০ ডলার দিতে চাই। আমি তাই কাজ ককরেছি। প্রথম বন্ধু জিজ্ঞাস করে লোকটি কে,, তারপর লোকটি বলে আমাকে বিল্ডিং পেইন্টিং করতে বলে আমি তাই করি এছাড়া কিছু জানি না।
আমাকে এসিড দিয়েছে আমি তা দিয়ে শুধ পেইন্টিং করে দেই,
আমি জানতাম না এর জন্য এতো বড় দূর্ঘটনা হবে,,
প্রথম বন্ধু বলে তাহলে টাকা কিভাবে দেই তাকে,।।তখন লোকটি বলে আমাকে একটি বাক্স কিনতে বলে আমি কিনি আর তার মাঝেই আমি টাকা পাই।
তারপর প্রথম বন্ধু তাকে নিয়ে পুলিশের বড় অফিসারের কাছে যায় এবং সব ঘটনা খোলে বলে,
এবখ অফিসার বলে তুমি যাও আমি কোনো কুলো বা সন্দেহ জনক কিছু পেলে তোমাকে জানাবো,,।
আর সাথে সাথে পুলিশ অফিসার প্রথম বন্ধু কে পিছু ডেকে নেই,
এআং জানায় এটা বলা ঠিক না তাও বলতেছি কাল ইন্ডিয়ান সরকার আসবে আমাদের এখানে এ দূর্ঘটনা নিয়ে বক্তব্য দিতে আর এর সাথে হয়তো এর যোগসুত্র আছে তখন প্রথম বন্ধু বলে এটা আটকানো দরকার, নইতো সরকারের রিস্ক আছে পুলিশ অফিসার বলে এখানে তার বলার কিছু নেই ওনি ওনার বড় অফিসারের কাছে ফাইল পৌছে দিবে।
https://youtu.be/K2QsUZgLeYQ?si=RmZHYW_GxasA0OsG
পার্ট:১০