আল্লাহর আজাবের বর্নণা

আল্লাহ তা'আলা চাইলে সব সম্ভব,, আল্লাহ চাইলে সব করতে পারে।

মূসা আঃ পায়ে একবার লাল পিঁপড়া কামড় দিছে,বড় সাইজের লাল পিঁপড়া গুলো,

কামড় দিলে খুব আরাম পাওয়া যায় না?

কেমন লাগে? 

খুব ব্যথা লাগে তাই না//

প্রচন্ড ব্যথা করে,,

তো মূসা আঃ মেজাজ গরম না নরম?

খুব তাড়াতাড়ি রেগে যেতেন।

 

এক এক নবীর এক এক বিবরণ ছিলো,এক এক বৈশিষ্ট্য ছিলো,

 

মূসা আঃ অনেক রেগে যেতেন।

 

ওনি থাপ্পর মেরে একবার ফেরাউনের 

 

বাবুর্চিকে দুনিয়া থেকে শেষ

 

মূসা আঃ পায়ে লাল পিঁপড়া 

 

কামড় দিছে প্রচন্ড ব্যথা,। ডলতেছে আর রেগে গেছে।

 

তাকিয়ে দেখে লাল পিঁপড়ার বাসা,

 

বাসা দেখে পা দিয়ে ডলে সব পিঁপড়া মেরে ফেলছে,

 

ঘটনাটা ছিলো,,মূসা আঃ আল্লাহকে জিজ্ঞেস করেছেন;

 

এ ঘটনাটা আল্লাহ তা'আলা কেনো ঘটায়ছে?

আল্লাহ আজব যখন পাঠান তখন তো শুধু জালেম গুলো না।

ভালো লোক ও মারা যায়,,

তাহলে এ আজাবে ভালো লোক গুলা কেনো মরে?

 

তখন আল্লাহ বলে তোমাকে কয়টা পিঁপড়া কামড় দিছে।

বলে একটা তাহলে সব গুলারে কেনো মারলা?

 

সুবহানাল্লাহ আল্লাহ তা'আলা কত সুন্দর ভাবে মূসা আঃ বুঝালেন আল্লাহর নিয়ম মাফিক আজাবের বর্নণা।

https://youtube.com/shorts/2ii89MKLhLY?si=0y8D5SY81dkJ-A7A


Salma Akter

233 Blog posts

Comments