সত্য সবসময় একটাই থাকে। তবে সত্যে পৌঁছানোর বিভিন্ন রকম উপায় রয়েছে। যেমন ২×২=৪ আবার ২+২=৪। উভয় ক্ষেত্রেই সত্য হচ্ছে ৪। কিন্তু আমরা সত্যে পৌঁছেছি এক্ষেত্রে দুটি উপায়ে গুণন এবং যোগকরণের মাধ্যমে। সৎ মানুষের মধ্য থেকে বেরিয়ে আসা বোধগুলো সবসময় সত্য বোধই হয়। আর অসৎ মানুষের বোধ অসততা আর মিথ্যায় পরিপূর্ণ। সেই জন্য আমাদের সমাজে নানা রকম বোধের প্রচার প্রকাশ থাকলেও সৎ মানুষ সত্যবোধটাকে গ্রহণ করবে। একজনের বোধ অন্য জনের ওপর কখনও চাপিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। বোধ জিনিসটা এমন যে, তা মানুষ আপনা থেকেই গ্রহণ করে আবার আপনা থেকেই বিলিয়ে দেয়। একটা বোধ বিভিন্নভাবে মানুষের অন্তরে উপলব্ধি হতে পারে। কিন্তু সেই বোধের চূড়ান্ত ফল যদি অন্য কারও বোধের চূড়ান্ত ফলকে সমর্থন করে, তবে সে তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে এবং যে বোধ তার বোধের বিরুদ্ধাচরণ করে স্বাভাবিকভাবেই সে তা প্রত্যাখ্যান করবে। এক্ষেত্রে সত্য বোধটি সেই ধরতে পারবে যার হৃদয় সত্য, যার অন্তঃকরণ সত্য। বোধ সাধারণত সত্যই হয়। তবে জ্ঞানের অভাবে, শিক্ষার অভাবে বোধ ভ্রান্ত হতে পারে। সুতরাং সত্যবোধের জাগরণের জন্য সততার পাশাপাশি জ্ঞানার্জনও আবশ্যক।
Salma Akter
233 Blog posts