শিলা মৌমাছি

শিলা মৌমাছির মধু সংগ্রহ করা খুব ভয়াবহ কাজ

পৃথিবীর মধ্যে সবচেয়ে ঝুকিপূর্ণ কাজ হচ্ছে তুলাং মধু সংগ্রহ করা

 

মাটি থেকে অনন্ত ৪০০ ফিট উচু জঙ্গলে সব চেয়ে বড় গাছের কান্ড থেকে

এবং পৃথিবীর সব চেয়ে বিষাক্ত মৌমাছির থেকে এ মধু সংগ্রহ করা হয়।

 

আপনি যদি অনলাইনে এমাজন.কমে সার্চ করেন তাহলে দেখতে পাবেন ১ কেজি মধুর দাম বাংলাদেশী টাকায় ১০০০০ থেকে ১৫০০০ টাকা

 

এর কারন বিশেষ গুনে গুনানিত এ মধু মানুষের শরীরের যে কোনো ব্যথা দূর হতে সাহায্য করে এবং পুরা ক্ষত স্থানে ক্রীম হিসাবে ব্যবহার হয় এবং ক্ষত দ্রুত সেরে ওঠে,

এ মধু সাধারন ভিয়েতনাম ইন্দোনেশিয়া এবং মালেশিয়ার উপদ্বীপে উওর পশ্চিম আঞ্চলে সব চেয়ে উচু গাছ যার নাম তুয়ালাং গাছ,

 

সে গাছের ৪০০ ফুট উচু শাখা প্রশাখার মধ্যে

সব চেয়ে বিষাক্ত মৌমাছি৷ যার নাম শিলা মৌমাছি,

 

সাধারণ মৌমাছি থেকে এ মৌমাছি ২-৩ গুন বড় এবং খুব শক্তিশালী হয়ে থাকে এ মৌমাছি।

 

তাহলে ভাবুন যারা গাছের ওপর ঝুলে ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে এ মধুর চাক গুলো সংগ্রহ করে তারা কতটা দূরঃসাহসী।

 

এটা কোনো সিনেমার কাহিনী নয় ক্যামেরায় যা দেখছেন সবই বাস্তব চিত্র।

 

শুরুতেই আপনাদের জানিয়ে দেই

১০;১৫ জনের একটা টিম মালেশিয়া উওর অঞ্চলে একটি উপদ্বীপে 

সব থেকে উচু তুয়ালাং গাছের গুড়ায় ভীড় করেছে।

 

আজ তারা গাছের ডালে শিলা মৌমাছির তৈরি করা অনন্ত ১২ টি মৌচাক থেকে মধু সংগ্রহ করবে

 

সব ঠিকঠাক থাকলে কম পক্ষে ২৫/৩০ কেজি মধু তারা সংগ্রহ করবে

যার বাজার মূল্য দাড়াবে ১৫০০০০/২০০০০০ লক্ষ টাকা

 

তারা এমন ভাবে ড্রেস পড়ে জেনো বিষাক্ত মৌমাছি কোনো ভাবে হুল না ফোটাতে পারে, তাদের মুখের মাঝে একটা সুক্ষ জালের মত পর্দা থাকে যাতে তারা সামনের সব কিছু দেখতে পারে তবুও মৌমাছি তাদের মুখে কিছু করতে পারে না।

 

আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে উচু গাছে আগে দেখে লাগানো রড বেয়ে,

বেয়ে দানবিয় গাছের চূড়ার দিকে চলে যাচ্ছেন

https://youtu.be/YaG0SF_wXyM?si=SSwXqRnZgsqlE9G2

 

পার্ট:২


Salma Akter

233 Blog posts

Comments