প্রিয়নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“কোনো ব্যাপারে তোমার মনে সন্দেহ আসলে তা তুমি পরিত্যাগ করো “।
(সহীহুল জামে, হাদিস ৪৮৪)
তো সেটাই করুন যেটা আপনার বিবেক আপনাকে বলছে। আর ভালো কাজের তাওফিক ও খারাপ কাজ হতে বিরত থাকার তাওফিক নিসন্দেহে একমাত্র মহান আল্লাহ তাআ’লার পক্ষ থেকেই আসে।
তাই আমরা বেশি বেশি মহান আল্লাহর কাছে ভালো কাজ করতে পারি তার জন্য দোআ করতে যেন ভুল না হয়!