পাহাড় সমান গুনাহ আমার
আকাশ ছোয়া ক্ষমা তোমার,
ওগো দয়াময়
তোমার প্রেমের ঝর্ণাধারা
বইছে জগৎময়
তোমার প্রেমের ঝর্ণাধারা
বইছে জগৎময়
মাগফিরাতের হাত তুলেছি
ওগো পরওয়ার,,
ওগো পরওয়ার,,
মাগফিরাতের হাত তুলেছি
ওগো পরওয়ার,,
ওগো পরওয়ার,,
শূন্য হাতে কেউ ফেরে না
শূন্য হাতে কেউ ফেরে না,,
দরবারে তোমার,,
দরবারে তোমার,,
নাফরমানির গ্লানি মুছে,
করো পূন্যময়
তোমার প্রেমের ঝর্ণাধারা
বইছে জগৎময়
জান্নাতের পথ নইতো সহজ
জানি বহুদূর
সেই পথে মোর জ্বালিয়ে রেখো,,
হেদায়েতের নূর,,
জান্নাতের পথ নইতো সহজ
জানি বহুদূর
সেই পথে মোর জ্বালিয়ে রেখো,,
হেদায়েতের নূর,,
ঝড় তুফানে অন্ধকারে
তুমি ভরসা,,।
তুমি ভরসা,,
ঝড় তুফানে অন্ধকারে
তুমি ভরসা,,।
তুমি ভরসা,,
হেরার আলোয় কেটে যাবে
হেরার আলোয় কেটে যাবে,,
সকল তমশা,,
সকল তমশা,,
পথ হারালে হাত ধরিও
ওগো জ্যোর্তিময়
তোমার প্রেমের ঝর্ণাধারা
বইছে জগৎময়
তোমার প্রেমের ঝর্ণাধারা
বইছে জগৎময়
তোমার প্রেমের ঝর্ণাধারা
বইছে জগৎময়
তোমার প্রেমের ঝর্ণাধারা
বইছে জগৎময়
https://youtu.be/DTqMtCMyZaQ?si=-63QFzjqzvoYTGIG