সুবহানাল্লাহ

আল্লাহর হাতেই সব আল্লাহ সব কিছুর মালিক

যখন আমি কষ্ট পাই- কোরআন বলেঃ- নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। (সূরা ইনশিরাহ)যখন আমি ভালো কিছু করি- কোরআন বলেঃ- উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে? (সূরা আর রহমান ৬০)যখন আমি হতাশায় থাকি- কোরআন বলেঃ- আল্লাহর উপর ভরসা করো, যদি তোমরা বিশ্বাসী হও। (সূরা মায়িদা ২৩)যখন আমি নিরাশ হই- কোরআন বলেঃ- একমাত্র কাফির ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয়না। (সূরা ইউসুফ ৮৭) অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকেও উত্তম। (সূরা আনফাল ৭০)যখন আমি তাওবা করি- কোরআন বলেঃ- আল্লাহ তাওবা কবুলকারী, করুনাময়। (সূরা তাওবা ১০৪)যখন আমি বিচার চাই- কোরআন বলেঃ- আপনি ধৈর্য্য ধারন করুন যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার না করেন। (সূরা ইউসুফ ১০৯)

যখন আমি নিরাশ হই- কোরআন বলেঃ- একমাত্র কাফির ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয়না। (সূরা ইউসুফ ৮৭) অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকেও উত্তম। (সূরা আনফাল ৭০)যখন আমি ধৈর্য্য ধারন করি- কোরআন বলেঃ- যারা সবরকারী তারা পুরুষ্কার পায় অগণিত। (সূরা যুমার ১০)যখন আমি সাহায্য চাই- কোরআন বলেঃ- ভেঙ্গে পড় না, নিরাশ হইওনা, আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহ সাহায্য অতি নিকটে। (সূরা বাকারা)


Salma Akter

233 Blog posts

Comments