পাপন সরে গেলে কে হবেন সভাপতি, কী চলছে বিসিবির ভেতরে

Comments · 71 Views

তাহলে কি আশরাফুল হতে যাচ্ছে বোড সভাপতি

তিনি নিজ মুখে বলেননি, ‘আমি আর বিসিবি প্রধান হিসেবে থাকতে রাজি না কিংবা বোর্ড সভাপতি হিসেবে আর থাকার ইচ্ছে নেই। সরে দাঁড়াতে চাচ্ছি।’সরাসরি নাজমুল হাসান পাপনের মুখ থেকে এমন কথা শোনা যায়নি।

 বোর্ডের পরিচালক পর্ষদের মধ্য থেকেই চাউর হয়েছে যে, নাজমুল হাসান পাপন আর বিসিবি সভাপতি থাকতে চান না। পদত্যাগ করতে চাচ্ছেসে খবর এমনভাবে প্রচার হয়েছে যে, মোটামুটি সবাই ধরেই নিয়েছেন বিসিবি পরিচালক পর্ষদের সভাপতির পদে আর দেখা যাবে না পাপনকে। তিনি পদত্যাগ করবেন। হয়তো খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এখন প্রশ্ন উঠেছে যে, নাজমুল হাসান পাপন বোর্ড প্রধান পদ ছেড়ে দিলে তার চেয়ারে বসবেন কে? বিসিবির নতুন সভাপতি হবেন কে? বিসিবিতেইবা কী হচ্ছে? কী হবে? তা জানতে ক্রিকেট অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। সবাই অপেক্ষার প্রহর গুনছেন, বিসিবিতে কী হয় তা দেখতেঅনেকেই হয়তো ভাবছেন বোর্ড প্রধান পদ থেকে পাপন পদত্যাগ করলেই ল্যাঠা চুকে যাবে। বিষয়টা এত সহজ নয়, কিছুটা জটিল। এটার জন্য একটা প্রক্রিয়া আছে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন বোর্ড গঠনেও আছে গঠনতন্ত্রের বাধা। বোর্ডের সব পরিচালক একযোগে স্বেচ্ছায় পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন বোর্ড গঠনও সম্ভব না।এদিকে বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে ক্রিকেট পাড়ায় এ মুহূর্তে কয়েকটি নাম শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, বিসিবি ও এসিসির সাবেক অন্যতম শীর্ষ কর্তা সৈয়দ আশরাফুল হক হবেন বোর্ডপ্রধান।

Comments
Read more