মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামের কোনো বিকল্প নেই : ড. মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইনসাফপূর্ণ মানুষের হ?

শুক্রবার (২৫ অক্টোবর) ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরামের আয়োজনে জাতীয় জাদুঘর মিলনায়তনে ফিজিওথেরাপি পেশাজীবী প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফিজিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আন্দোলনে আহত ব্যক্তিদের সুস্থ করতে নিরলস কাজ করে যাচ্ছেন তারা।

তিনি বলেন, এনপিএফ যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে তাদের সব দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী পূরণ করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। ইনসাফপূর্ণ মানুষের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দাবি শুধু পেশ করবেন কিন্তু আদায় করা সম্ভব না। পূর্ণাঙ্গভাবে মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামের কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে শহীদুল্লাহ্ বলেন, চিকিৎসাসেবায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। নানা সীমাবদ্ধতার কারণে সারা দেশের মানুষের কাছে আমরা পৌঁছাতে পাচ্ছি না। সরকার ও সংশ্লিষ্টরা উদ্যোগ গ্রহণ করলে সারা দেশের জনগণের কাছে সহজেই ফিজিওথেরাপি সেবা পৌঁছে দেওয়া সম্ভব। ফিজিওদের উন্নত মানের ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরাম দেশের সব জনগণের কাছে ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিতে, সব ফিজিওথেরাপি ছাত্র ও পেশাজীবী সংগঠনের যৌক্তিক দাবি আদায়ে বদ্ধপরিকর। ফিজিওদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ, ফিজিওথেরাপি চিকিৎসা সহজলভ্য করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেবে সে প্রত্যাশা করি।

বাংলাদেশের সব জনগণের জন্য ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত প্রীতি সমাবেশে বক্তারা বলেন, সারা দেশের গ্রাম পর্যায় পর্যন্ত ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


Rakibul Hasan

38 Blog posts

Comments