স্টুডেন্টস ওয়েলফেয়ারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঢাকার সর্ববৃহৎ সামাজিক, শিক্ষামূলক ও ছাত্র কল্যাণমূলক প্রতিষ্ঠান ‘দি স্টুডে

শুক্রবার (২৫ অক্টোবর) বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয়।

 

 

রাজধানীর শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এই মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেন। আগত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী এই মেধা মূল্যায়ন পরীক্ষার আয়োজনকে সাধুবাদ জানিয়ে সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাধারার বিকাশ সাধনে এমন কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করবেন বলে জানান।

এ সময় পরীক্ষা পরিদর্শনে আসেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল জাকারিয়া, পিএসসি, জি বিভাগীয় প্রধান। সাবেক পরিচালকদের মধ্যে ছিলেন-অ্যাড. গোলাম কিবরিয়া, সুলতান মাহমুদ রিপন, এনামুল হক ও সাবেক সদস্য সচিব নওশাদ মাহফুজ।

পরিদর্শন শেষে কর্নেল জাকারিয়া বলেন, আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

 

 

 

বৃত্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে অ্যাসোসিয়েশনের পরিচালক এইচএম সালাহউদ্দিন বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাধারা বিকশিত করার লক্ষ্যে বর্ষপরিক্রমায় দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা শিক্ষা বৃত্তি, এসএসসি ও এইচএসসি লেভেলে জিপিএ-৫ সংবর্ধনা, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, ক্রীড়া, সাহিত্য সংস্কৃতি, বৃক্ষরোপণ, ফ্রি ব্লাড গ্রুপিং, কর্মসংস্থান, মানব উন্নয়ন প্রকল্পের মতো অনেক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে তারা ৩০তম বর্ষে পদার্পণ করেছে।

 

 

১৯৯৪ সালে শুধু অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। সময়ের পরিক্রমায় বর্তমান দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা নামক বেসরকারি সংগঠনটি প্রতি বছর তৃতীয় থেকে নবম (এবার দশম) শ্রেণির স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃত্তি প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

তিনি আরও বলেন, বর্তমান রাজধানীর প্রায় সব স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। আজকের শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার লক্ষ্যে এমন বৃত্তি প্রকল্প আয়োজন করার মাধ্যমে উৎসাহ প্রদান করে থাকি।

উল্লেখ্য গত আগস্ট মাসের ২৫ থেকে অক্টোবরের ২৫ তারিখ পর্যন্ত দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মেধা মূল্যায়ন পরীক্ষার (তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী) রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয়েছে।


Rakibul Hasan

38 Blog posts

Comments