আজ বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়াবেন নতুন খতিব

নানা জল্পনা শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকররমে নিয়োগ পেয়েছেন নতুন খতিব দেশবরেণ্য ইসলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বি

তিনি আজ শুক্রবার (২৫ অক্টোবর) বায়তুল মোকররমে জুমার নামাজ পড়াবেন। নতুন খতিবের একান্ত সহযোগী মাওলানা মাহমুদ বিন ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

মুফতি আবদুল মালেকের জন্ম ২৯ আগস্ট, ১৯৬৯ সালে কুমিল্লায়। তার পিতা শামসুল হক ছিলেন একজন আলেম। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার শিক্ষাজীবন শুরু হয় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার খেড়িহর কওমি মাদ্রাসা দিয়ে।

পরে তিনি পাকিস্তানের করাচি বিননূরী টাউন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া থেকে তাকমিল (মাস্টার্স) সমাপ্ত করেন। তারপর সেখানেই শায়খ আব্দুর রশিদ নোমানির তত্ত্বাবধানে তিন বছর হাদিস শাস্ত্রে তাখাসসুস (উচ্চতর গবেষণা) ডিগ্রি অর্জন করেন। এরপর দুবছর দারুল উলুম করাচিতে বর্তমান বিশ্বের ইসলামিক স্কলার মুফতি তকি ওসমানীর তত্ত্বাবধানে ফিকাহ শাস্ত্রে তাখাসসুস (উচ্চতর গবেষণা) ডিগ্রি অর্জন করেন।


Rakibul Hasan

38 Blog posts

Comments